ঢাকা, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

সিলেটেই আজ অভিষেক হলো রাহীর

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ০৪ ০৮:২৭:৫৯
সিলেটেই আজ অভিষেক হলো রাহীর

এই ব্যাপারে রাহী বলেন ,’ ‘বিপিএলের সময় আমার আম্মু এসেছিলেন। তখন আম্মু বলছিলেন যে– বাবা, আমি টিভিতেই তোর খেলা দেখব; টিভিতে তোরে দেখতে পারি, মাঠে এসে তোরে খুঁজেই পাই না। উনি এবার বলেছেন– মাঠে আসব না, টিভিতে দেখব; এতো ঝামেলা নিতে পারব না। তাই বাসা থেকে কেউ আসেনি।’

রাহী আরো বলেন ,’ ‘না এখন টিকেটের চাপ নাই। মাঝখানে যখন সবাইরে বলছিলাম ভাই খেলতে আসি, টিকেট দেওয়ার জন্য আসি না। সব মিলিয়া আমাকে দুইটা বা পাঁচটা টিকেট দেয়। তাইলে আমি কীভাবে টিকেট যোগাড় করে দিব। এরপর এই যে শ্রীলঙ্কা সিরিজের সময় থেকে কেউ আর টিকেট চায় না আমার কাছ থেকে।’

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ