ঢাকা, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

টি-২০তে ৭৮ বলে অপরাজিত ২০৮ রান 

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ০৪ ০১:০৪:৪২
টি-২০তে ৭৮ বলে অপরাজিত ২০৮ রান 

দুবাইয়ে অ্যালিয়ান্স টি-টোয়েন্টি লিগের এক ম্যাচে তাঁর স্কোর ৭৮ বলে অপরাজিত ২০৮*! স্পোর্টিং ক্রিকেট ক্লাবের হয়ে এই অবিশ্বাস্য ইনিংস খেলেছেন হরিকৃষ্ণ। মাচোস ক্রিকেট ক্লাবের বোলারদের বেধড়ক পিটিয়ে ২২টি বাউন্ডারি আর ১৪টি ছক্কা হাঁকান এই ব্যাটসম্যান।

শুধু বাউন্ডারি থেকেই ১৭২ রান তুলেছেন হরিকৃষ্ণ। তবে এই মারকুটে ইনিংস খেলেও তিনি দলকে জেতাতে পারেননি। হরিকৃষ্ণের অপরাজিত দ্বি-শতক সত্ত্বেও ৩ উইকেটে ২৫০ রান তুলেছিল স্পোর্টিং ক্লাব। দলটির বাকি সদস্যরা ব্যাটে সেভাবে রান করতে পারেননি। তাড়া করতে নেমে ১৭ ওভারেই জিতেছে মাচোস।

আরব আমিরাতের অনূর্ধ্ব-১৯ দলে খেলছেন হরিকৃষ্ণ। মারকুটে ব্যাটিংয়ের জন্য এরই মধ্যে আরব আমিরাতে সবার নজর কেড়েছেন। সর্বশেষ আফগান প্রিমিয়ার লিগে বেশ কিছু তারকা ক্রিকেটারের সঙ্গে অনুশীলনের সুযোগ পেয়েছেন তিনি। এ ছাড়া ভারতের সাবেক পেসার ভেঙ্কটেশ প্রসাদের সান্নিধ্যও পেয়েছেন। -প্রথমআলো

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ