ঢাকা, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

৯ নম্বর জার্সির খেলোয়াড় খুঁজতে বললেন সুয়ারেজ 

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ০৪ ০০:১৯:০২
৯ নম্বর জার্সির খেলোয়াড় খুঁজতে বললেন সুয়ারেজ 

এল ক্লাসিকো জেতার পর সুয়ারেজ বলেন, বার্সা আরেকজন স্ট্রাইকার খুঁজলে তিনি অবাক হবেন না। বয়সের কথা চিন্তা করে দলের প্রতি তার আহ্বান, ৯ নম্বর জার্সির খেলোয়াড় খোঁজার এখনই সময়। সুয়ারেজ বার্সায় যোগ দেন ২০১৪ সালে। ২১২টি ম্যাচ খেলে ১৫৮টি গোল করেছেন। রোববার ক্লাসিকোতে করেছেন হ্যাটট্রিক।

মার্কা এক প্রতিবেদনে দাবি করেছে, জেনোয়ার স্ট্রাইকার ক্রিজিসটফ পিয়াটেককে বার্সা পরীক্ষা নিতে পারে। ইতালিয়ান লিগে এই মৌসুমে ১১ ম্যাচে ১৩ গোল করেছেন তিনি। ট্রান্সফার ফি কিংবা পারিশ্রমিক নিয়ে তার সঙ্গে বার্সার ঝামেলা হবে না বলে দলটি তার দিকে হাত বাড়াচ্ছে। এছাড়া সামনের মৌসুমে বার্সায় ফিরে আসার সম্ভাবনা আছে পাকো আলকাসারের। বরুশিয়ার হয়ে ধারে খেলছেন তিনি। এই দু’জনের বাইরে নিকোলাস পেপের নামও শোনা যাচ্ছে।-যুগান্তর

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ