ঢাকা, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

'ইশ, যদি মাশরাফি ভাই খেলতেন'

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ০৩ ২৩:৫২:৩৬
'ইশ, যদি মাশরাফি ভাই খেলতেন'

সেখানে বাংলাদেশের পতাকা হাতে খুঁজে পাওয়া গেল এক মাশরাফি ভক্তকে। দলে মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, লিটন দাস, মুমিনুল হকের মতো খেলোয়াড় থাকলেও কেউই মন গলাতে পারছে না আরিফ নামের ওই ভক্তের। জানেন মাশরাফি টেস্ট খেলেন না, তবু মনের অজান্তে আরিফ খুঁজে চলেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ককে, ‘টেস্টে মাশরাফি ভাই খেললে আমরা সহজেই জিতে জেতাম। ইশ, যদি মাশরাফি ভাই খেলতেন।’

গ্রিন গ্যালারির ঠিক উপরের সাড়িতে বসে খেলা দেখছিলেন এক লন্ডন প্রবাসী। গত সপ্তাহে দেশে ফেরা এই প্রবাসীর ইতিহাসের স্বাক্ষী হতেই স্টেডিয়ামে আসা। চলতি টেস্টের প্রতিদিনই গ্যালারিতে বসে খেলা উপভোগ করার ইচ্ছা জুনায়েদ নামের এই ক্রিকেট ভক্তের।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ