ঢাকা, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ০৩ ২৩:১৭:০৭
পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

পরের তিনটি শটেই বল জালে পাঠায় বাংলাদেশের কিশোররা। পঞ্চম শট মিস করলে শিরোপা উৎসবের অপেক্ষা বাড়ে মাত্র। পাকিস্তানের শেষ শট প্রতিহত হতেই ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত হয়। প্রতিযোগিতায় এ নিয়ে দ্বিতীয় বার অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো বাংলাদেশ।

এদিকে ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করে বাংলাদেশ। নেপালের আনফা কমপ্লেক্স মাঠে ম্যাচের ২৫ মিনিটে আত্মঘাতী গোলে লিড নেয় লাল-সবুজ জার্সিধারীরা। কর্নার থেকে বল ক্লিয়ার করতে গিয়ে ডি-বক্সে লাফিয়ে উঠে হেড দেন পাকিস্তানের খেলোয়াড়।

আর গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে জড়ায়। কিন্তু লিড ধরে রাখতে পারেনি বাংলাদেশ। ম্যাচের ৫৪ মিনিটে পেনাল্টি থেকে সমতায় ফেরে পাকিস্তান। ডি-বক্সের ডান পাশে অহেতুক ফাউল করে বিপদ ডেকে আনে বাংলাদেশ। শেষ পর্যন্ত টাইব্ররকারে দারুণ জয় তুলে নেয় বাংলাদেশের জুবারা।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ