ঢাকা, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

‘আমি ভয় পাইয়া গেছিলাম রে’ 

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ০৩ ২২:৩৮:৪৯
‘আমি ভয় পাইয়া গেছিলাম রে’ 

এদিকে আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দেখা গেল এক ভক্তের ভালবাসার চিত্র। একদিকে টিলা, আরেকদিকে চায়ের বাগান, মাঝখানে দৃষ্টিনন্দন স্টেডিয়াম। নয়নাভিরাম এ মাঠে চলছে বাংলাদেশ-জিম্বাবুয়ে খেলা।

এদিকে দুই ম্যাচ সিরিজের ফার্স্ট টেস্টে প্রথম ইনিংসে ব্যাট করছেন সফরকারীরা। বল মাঠে গড়ানোর খানিক পরই মাঠে ঢুকে পড়ে এক খুদে ভক্ত। পাগল সেই ভক্ত দৌড়ে এসে জড়িয়ে ধরেন মুশফিকুর রহিমকে। মিস্টার ডিপেন্ডেবলও তাকে বুকে টেনে নেন আদরের সঙ্গেই।

মুশফিকের ভক্ত খেলার মাঝ পথে মুশফিককে জাপটে ধরেছে, মাঠে থাকা দুই দলের ক্রিকেটারদের জন্য ঘটনাটি ছিল আবেগ উৎকণ্ঠার। এসময় বাংলাদেশ দলের সদস্য আবু জায়েদ রাহি, ফিল্ডিংয়ের সময় নিজের জায়গায় দাঁড়িয়ে ভাবছিল, দৌড়ে আসা ছেলেটি কার দিকে ধেয়ে আসবে? মুশফিক নাকি বোলিং মার্কে থাকা মিরাজ?

আবু জায়েদি বলেন মুশফিক ভাই তেমন কিছু বলে নাই, উনি তখন বলছেন, ‘আমি ভয় পাইয়া গেছিলাম রে!” ও যখন ঢুকছিল, আমি দেখছিলাম ও দৌড়ে আসছে। আমি যে মুশফিক ভাইকে কি বলবো খুঁজে পাচ্ছিলাম না।

তিনি বলেন মুশফিক ভাইয়ের কাছে আসছিল, না মিরাজের কাছে আসছিল, আমি বুঝতে পারছিলাম না। ওই মুহূর্তে মুশফিক ভাই ভয় পেয়ে গিয়েছিল,’ ম্যাচ শেষে সাংবাদিকদের বলেছেন আবু জায়েদ।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ