ঢাকা, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

প্রথম টেস্ট ম্যাচ নিয়ে রোমাঞ্চিত প্রধান কোচ 

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ০৩ ০৯:৩৯:২৬
প্রথম টেস্ট ম্যাচ নিয়ে রোমাঞ্চিত প্রধান কোচ 

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল প্রধান কোচ স্টিভ রোডস বলেন, ‘আমরা ওয়ানডেতে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করতে পেরেছি। টেস্টেও সে ধারাবাহিকতা ধরে রাখতে চাই। সবাই সেরাটা দিতে পারলে কাজটা কঠিন হবে না। মাহমুদুল্লাহ অভিজ্ঞ ক্রিকেটার। ওর ওপর আমার পুরো আস্থা রয়েছে।’

জিম্বাবুয়ের বিপক্ষে ইনজুরিতে পড়ে দলে নেই দেশসেরা দুই ক্রিকেটার সাকিব ও তামিম। নিয়মতি অধিনায়কের বদলে দায়িত্ব পেয়েছেন রিয়াদ। কোচ অবশ্য আস্থা রাখতে চান রিয়াদের ওপর। সেই সঙ্গে মুশফিক, মুমিনুল আর বর্তমান সময়ে দুর্দান্ত ফর্মে থাকা ইমরুল জলে উঠলে পাত্তাই পাবেনা সফরকারীরা। নতুনরাও আছে জ্বলে ওঠার অপেক্ষায়। সিলেটের অভিষেক ম্যাচের আয়োজন নিয়েও সন্তুষ্ট কোচ। উইকেট আউট ফিল্ড সবই নাকি হয়েছে মনের মতো।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল প্রধান কোচ স্টিভ রোডস বলেন, ‘ইমরুল, মিরাজসহ অন্যরা যারা আছে সবাই ভাল করছে। নতুনদের কাছ থেকেও আমি ভাল কিছুর আশা করছি। সিলেট প্রথমবার ভেন্যু হচ্ছে। উইকেটও আমাদের পছন্দমতই হয়েছে।’ বাংলাদেশের উইকেট সব সময়ই স্পিন সহায়ক। ধারণা করা হচ্ছে এখানেও তার ব্যতিক্রম হবেনা। তাইতো মিরাজ-তাইজুলদের ঘিরে পরিকল্পনা সাজাচ্ছেন কোচ।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ