ঢাকা, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

শেষ আটের জন্য মাঠে বসুন্ধরা কিংস

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ০৩ ০৯:০৮:১০
শেষ আটের জন্য মাঠে বসুন্ধরা কিংস

প্রথম ম্যাচেই দুর্দান্ত জয়। ঢাকা মোহামেডানকে ৫-২ গোলে উড়িয়ে দিয়েছিলেন কলিনড্রেস-মার্কোসরা। ব্রাজিলিয়ান স্ট্রাইকার মার্কোস একাই করেছিলেন দুটি গোল। আলো ছড়িয়েছিলেন বিশ্বকাপ খেলা তারকা ফুটবলার ড্যানিয়েল কলিনড্রেস এবং স্পেনের জর্জ গোটরও। স্থানীয় ফুটবলারদের মধ্যে গোল করেছেন মতিন মিয়া।

মোহামেডানের বিপক্ষে দুর্দান্ত এই জয়ের পর আর পেছনে ফিরে তাকাতে রাজি নয় বসুন্ধরা কিংস। এবার কেবল সামনে এগিয়ে যাওয়ার পালা। আজ শেখ জামালের বিপক্ষে জিতলেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হবে বসুন্ধরা কিংসের। মৌসুমের সব শিরোপা ঘরে তুলতেই দল গড়েছে বসুন্ধরা কিংস। স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোনের অধীনে দারুণ একটা দল গড়ে তুলেছেন তারা। ল্যাটিন আর ইউরোপিয়ান ফুটবলাররা তো আছেনই।

স্থানীয় ফুটবলারদের মধ্যেও সেরা তারকাদের দলে ভিড়িয়েছে বসুন্ধরা গ্রুপের এই দলটি। সব শিরোপা ঘরে তোলার প্রত্যয়ে এগিয়ে চলা দলটা আজ কঠিন চ্যালেঞ্জেরই মুখোমুখি হচ্ছে। দেশি-বিদেশি ফুটবলারদের সমন্বয়ে শেখ জামাল ধানমন্ডি ক্লাবও বেশ শক্তিশালী দল গড়েছে। ডি গ্রুপের কঠিন বাধা অতিক্রম করার পথে তারাও এগিয়ে আছে অনেকটা। প্রথম ম্যাচে নোফেলকে হারিয়ে সুবিধাজনক স্থানে আছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবও।

আজ জিতলে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হবে তাদেরও। অবশ্য হেরে গেলেও শেখ জামালের সামনে সুযোগ থাকবে। শেষ ম্যাচে মোহামেডানের বিপক্ষে জিতলেই শেষ আটে খেলার টিকিট পাবে তারা। ডি গ্রুপের অপর ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে ঢাকা মোহামেডান ও নোফেল স্পোর্টিং ক্লাব। প্রথম ম্যাচে নিজেদের ম্যাচে দুই দলই হেরেছে। মোহামেডান হেরেছে বসুন্ধরা কিংসের কাছে। অন্যদিকে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কাছে হেরেছে নোফেল স্পোর্টিং ক্লাব।

নকআউট পর্বের আশা বাঁচিয়ে রাখার জন্য দুই দলেরই আজ জয় প্রয়োজন। হেরে গেলেই বিদায় প্রায় নিশ্চিত হয়ে যাবে। মোহামেডান ও নোফেলের জন্য এই ম্যাচ তাই ডু-অর-ডাই। বসুন্ধরা কিংস-শেখ জামাল ম্যাচ মূলত বৃহস্পতিবার হওয়ার কথা ছিল। তবে ফেডারেশন কাপ চলাকালীন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সাংস্কৃতিক মন্ত্রণালয়কে বরাদ্দ দেয় জাতীয় ক্রীড়া পরিষদ।

এ কারণে মৌসুমের প্রথম এ টুর্নামেন্টে নতুন করে সূচি নির্ধারণ করতে হয়। পূর্বঘোষিত সূচি পরিবর্তন করে নতুন সূচি ঘোষণা করে বাফুফে। সেই হিসেবেই আজ মাঠে নামছে বসুন্ধরা কিংস ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ