ঢাকা, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

খেলছেন না মুস্তাফিজ, অভিষেকের অপেক্ষায় যারা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ০২ ১৯:৫৮:১৪
খেলছেন না মুস্তাফিজ, অভিষেকের অপেক্ষায় যারা

বিসিবি সূত্রে জানা গেছে, সিলেট টেস্টে মুস্তাফিজকে বাইরে রেখেই দল সাজাতে বাধ্য হচ্ছে টিম ম্যানেজমেন্ট।

মুস্তাফিজ সর্বশেষ টেস্ট খেলেছিলেন চলতি বছরের শুরুতে, শ্রীলঙ্কার বিপক্ষে ফেব্রুয়ারি মাসে। এখন পর্যন্ত দেশের হয়ে ১০ টেস্ট খেলা মুস্তফিজকে কখনই নিয়মিত টেস্ট ক্রিকেটে পায় নি বাংলাদেশ।

ঘরের মাঠে শ্রীলঙ্কা সিরিজের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্ট সিরিজে মুস্তাফিজুর রহমানকে দলে পায় নি বাংলাদেশ দল। আইপিএল থেকে ফেরার পর গোড়ালির ইনজুরি কারণে টেস্ট সিরিজে দলের বাইরে থাকতে হয় তাঁকে।

এরপর পূর্ণ ফিটনেস অর্জন করে ওয়েস্ট ইন্ডিজেই ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজে খেলেছিলেন তিনি, দুইটি সিরিজ জয়েই বড় ভূমিকা রেখেছিলেন এই বাঁহাতি ফ্রন্ট লাইন পেসার।

এরপর থেকে দারুন ফর্মে আছেন তিনি। নিজের সর্বোচ্চ দিয়ে খেলেছেন এশিয়া কাপে, ইনিংসের শুরুতে ও ডেথ ওভারে গুরুত্বপূর্ণ উইকেট এনে দিয়েছেন মুস্তাফিজ। ঘরের মাঠেও জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দুই ম্যাচেও ভাল বোলিং করেছিলেন।

এদিকে সিলেট টেস্টে অভিষেক হতে যাচ্ছে অলরাউন্ডার আরিফুল হকের। শুক্রবার অনুশীলন সেশনে নেটে দীর্ঘক্ষণ বোলিং করতে দেখা গেছে তাঁকে। অভিষেক হতে যাচ্ছে টেস্ট স্কোয়াডের আরেক নতুন সদস্য নাজমুল ইসলাম অপুর।

বাঁহাতি স্পিনার অপুকেও ঘাম ঝরাতে দেখা গেছে। স্কোয়াডে থাকা বাকি দুই পেসার শফিউল ইসলাম ও খালেদ আহমেদকে বাইরে রেখেই স্কোয়াড সাজানো হবে।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ