ঢাকা, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

সিলেট স্টেডিয়ামের অভিষেক টেস্টে যে একাদশ নিয়ে সকালে মাঠে নামছে বাংলাদেশ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ০২ ১৯:০৯:২৯
সিলেট স্টেডিয়ামের অভিষেক টেস্টে যে একাদশ নিয়ে সকালে মাঠে নামছে বাংলাদেশ

বাংলাদেশ-জিম্বাবুয়ের ম্যাচটি দিয়েই হবে অভিষেক। তবে এই ম্যাচটি ঘিরে টাইগার ভক্তদের জন্য দুঃসংবাদও রয়েছে। কারণ এই ম্যাচে দেখা যাবে না টাইগারদের পঞ্চপাণ্ডবের তিনজনকে! মাশরাফি তো চোটের কারণে আগেই না, আর সম্প্রতি ইনজুরির কারণে দলে নেই সাকিব-তামিম।

নতুন স্টেডিয়াম। তাই পরীক্ষাটা সহজভাবে নিবে না বাংলাদেশ। কারণ ইতিহাসের পাতায় নাম লেখানোর সুবর্ণ সুযোগ যে বাংলাদেশকে হাতছানি দিচ্ছে। হ্যাঁ, টাইগার রোডসও জানিয়ে দিয়েছেন ওয়ানডের মতো টেস্টেও হোয়াইটওয়াশ করবো সফরকারীদের।

অধিনায়ক রিয়াদও চাইছেন সেরা একাদশ নিয়েই মাঠে নামতে, ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে ইঙ্গিত দিয়েছেন বেশী পরীক্ষা নিরীক্ষা করতে চান না একাদশ নিয়ে।

তিনি বলেন প্রথম ম্যাচে হয়তো আমরা তেমন পরীক্ষা নিরীক্ষা নাও করতে পারি। আমরা সেরা একাদশ নিয়েই খেলব। কারণ প্রথম ম্যাচটি অনেক গুরুত্বপূর্ণ। টেস্ট ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি যে ফরম্যাটই হোক, প্রথম ম্যাচটি সবসময়েই গুরুত্বপূর্ণ।

ইনজুরির কারণে যেহেতু তামিম ইকবাল স্কোয়াডে নেই সেহেতু ওপেনিংয়ে নতুন জুটি দেখা যাবে। ওপেনিংয়ে দায়িত্ব সামাল দিতে প্রস্তুত ওয়ানডে সিরিজে ওপেন করা দুই ক্রিকেটার ইমরুল কায়েস এবং লিটন দাস।

ম্যাচটিতে যেহেতু ঘাস রয়েছে, সে ক্ষেত্রে একজন বাড়তি পেসার নিয়ে দল সাজানোর কথা ভাবতেই পারেন অধিনায়ক। কারণ উইকেটে ঘাস পেসারদের হয়ে ভালই কথা বলে।

রিয়াদ জানিয়েছেন, ‘আজ সকালে উইকেট দেখেছি। আগামীকাল সকালেও দেখব। কিছুটা ড্রাই আছে এই মুহূর্তে। মাঝে কিছু ঘাস রয়েছে। তবে এই মুহূর্তে আমরা খুব একটা নিশ্চিত করে কিছু বলতে পারছি না। তবে আমরা দুই পেসার, দুই স্পিনার বা তিন স্পিনার ও এক পেসার নিয়েও খেলতে পারি। এখনও নিশ্চিত না, কাল উইকেট দেখে নিশ্চিত হব।’

বাংলাদেশের সম্ভাব্য একাদশঃ ইমরুল কায়েস, লিটন দাস, মোমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসসলাম, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, নাজমুল ইসলাম অপু, খালেদ আহমেদ।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ