ঢাকা, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

বিপিএলে দল না পেয়ে যা বললেন আব্দুর রাজ্জাক

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ০২ ১৭:৫৬:৫০
বিপিএলে দল না পেয়ে যা বললেন আব্দুর রাজ্জাক

তাছাড়া ঘরোয়া ক্রিকেটের প্রতিষ্ঠিত নাম রাজ্জাক। প্রথম শ্রেণির ক্রিকেটে ৫৪২ উইকেট নিয়ে সর্বোচ্চ চূড়ায় আছেন ৩৬ বছর বয়সী এই বাঁ-হাতি স্পিনার। তাছাড়া বিপিএলের গত পাঁচ আসরে দাপটের সঙ্গে পারফর্ম করে যাওয়া অভিজ্ঞ এই বোলার এবারের আসরে দল পাননি।

তিনি বলেন, আসলে এখানে আমি কারও দোষ দিতে চাই না। হয়ত আমারই কোনো সমস্যা আছে। তারা মনে করছে আমাকে দিয়ে হবে না। তবে আমি জানি না, আমাকে নিয়ে বোর্ডের কোনো পরিকল্পনা আছে কিনা। কেন দল পেলাম না, এসব নিয়ে মন্তব্য করা ঠিক হবে না।

তিনি আরও বলেন ক্রিকেট বোর্ড, ম্যানেজমেন্ট বা ফ্রাঞ্চাইজি মালিকরা হয়তো আমাদের প্রয়োজন মনে করেনি তাই নেয়নি। আমাকে তাদের দরকার হচ্ছে না, তাই নেয়নি। এখানে বাধ্যবাধকতার তো আসলে কিছু নেই।

তিনি বলেন আমি দল না পেলে, খেলতে না পারলে তো আমার কাছে অবশ্যই খারাপ লাগবে। আমি তো খেলতে চাই। দল না পাওয়ায় খারাপ তো লাগছেই। কেউ যদি না নেয়, সেহেতু বলারও তো কিছু থাকে না।

তিনি বলেন, আমি ভাই বলতে পারি না। মাত্রই তো নিলাম শেষ হলো, দল পাব না, আমি এটা চিন্তা করি নাই। কোনো দলে নেই, এখন আর কী চিন্তা করব। আমার পুরো ক্যারিয়ারে কখনও এমন হয়নি। আমি বুঝতে পারছি না, কী চিন্তা করা উচিত আর কী বলা উচিত। সবশেষ ৫টা বিপিএলে ছিলাম। অথচ এখন নেই।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ