ঢাকা, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

মার্সেলোর বদলে যাকে চাইছে রিয়াল

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ০২ ১৭:২৮:৩৭
মার্সেলোর বদলে যাকে চাইছে রিয়াল

'টুটুস্পোর্টস'-এর এক প্রতিবেদনে এসেছে, মার্সেলোর বদলে জুভেন্টাসের এক তারকাকে চাইছে রিয়াল। না, জুভ শিবির থেকে রোনালদোকে আবার ফেরানোর কোনো পরিকল্পনা নেই তাদের। তবে জুভেন্টাসেরই ব্রাজিলিয়ান লেফট-ব্যাক অ্যালেক্স সান্দ্রোকে নেওয়ার আগ্রহ চারবারের চ্যাম্পিয়ন্স লিগজয়ীদের।

এখানে মার্সেলোরও ইচ্ছের একটা ব্যাপার আছে। রিয়াল লেফট-ব্যাক নাকি রোনালদোর সঙ্গে আবারও জুটি বাঁধতে চান। এজন্য জুভেন্টাসে যাওয়ার আগ্রহ তারও। এদিকে, অ্যালেক্স সান্দ্রোরও জুভেন্টাসের সঙ্গে নতুন করে চুক্তি করার সম্ভাবনা নেই বললেই চলে।

গুঞ্জন অবশ্য আছে আরও। ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডও নাকি সান্দ্রো দলে পেতে মরিয়া। ব্রাজিলিয়ান ডিফেন্ডার ম্যানইউয়ের সঙ্গে যোগাযোগ রাখছেন বলেই দাবি মনে করছে জুভেন্টাসও।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ