ঢাকা, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

কেমন হবে আগামিকালের টেস্টের একাদশ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ০২ ১৭:১৩:৩৮
কেমন হবে আগামিকালের টেস্টের একাদশ

দুই পেসার নাকি এক পেসার এখনও নির্ভর করছে টেস্টের দিন সকালের উইকেটের ধরণের উপর। তবে রিয়াদ জানিয়েছেন উইকেটে কিছুটা ঘাস রয়েছে। সুতরাং একজন বাড়তি পেসার নিয়ে দল সাজানোর কথা ভাবতেই পারেন অধিনায়ক। কারণ উইকেটে ঘাস পেসারদের হয়ে ভালই কথা বলে।

'আজ সকালে উইকেট দেখেছি। আগামীকাল সকালেও দেখব। কিছুটা ড্রাই আছে এই মুহূর্তে। মাঝে কিছু ঘাস রয়েছে। তবে এই মুহূর্তে আমরা খুব একটা নিশ্চিত করে কিছু বলতে পারছি না। তবে আমরা দুই পেসার, দুই স্পিনার বা তিন স্পিনার ও এক পেসার নিয়েও খেলতে পারি। এখনও নিশ্চিত না, কাল উইকেট দেখে নিশ্চিত হব।'

এছাড়া টাইগারদের স্পিন বোলিং কোচ সুনীল যোশিও বলেছিলেন, সিলেটের উইকেটে সুবিধা পাবে পেসাররা। কারণ অনুশীলনের সময় উইকেটের বাউন্স দেখে এমনটাই মনে হয়েছিল তাঁর।

তবে এই টেস্টে দল নিয়ে তেমন কোন পরীক্ষা চলাতে চান না টাইগারদের টেস্ট অধিনায়ক। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ভালো করা ক্রিকেটাররাই চূড়ান্ত দলে থাকবেন, রিয়াদের কথায় কিছুটা অনুমেয়। কারণ যে কোন সিরিজের প্রথম ম্যাচ সব সময়ই বেশি গুরুত্ব বহন করে।

যে কারণে সেরা দলটাই সাজাতে চাইছেন রিয়াদ। কিন্তু ১১ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া ঢাকা টেস্টের দল কিছুটা পরিবর্তন আসতে পারে, ইঙ্গিত দিয়েছেন অধিনায়ক।

'প্রথম ম্যাচে হয়তো আমরা তেমন পরীক্ষা নিরীক্ষা নাও করতে পারি। আমরা সেরা একাদশ নিয়েই খেলব। কারণ প্রথম ম্যাচটি অনেক গুরুত্বপূর্ণ। টেস্ট, ওয়ানডে কিংবা টি টুয়েন্টি যে ফরম্যাটই হোক, প্রথম ম্যাচটি সবসময়েই গুরুত্বপূর্ণ।'

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ