লঙ্কানদের হারিয়ে এগিয়ে গেল বাংলাদেশ

লঙ্কা সফরের টেস্ট সিরিজ ১-১ ব্যবধানে ড্র করেছে দুই দল। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ পরিত্যক্ত হওয়ার পরে বৃহস্পতিবার দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ ও শ্রীলঙ্কার যুবারা।
রানগিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে বৃষ্টির জন্য ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ইনিংস প্রতি ৪৩ ওভারে। আগে ব্যাট করতে নেমে স্বাগতিকদের ইনিংস থামে ৯ উইকেট হারিয়ে ১৯২ রানে।
বাংলাদেশের পক্ষে নিয়ন্ত্রিত বোলিং করে প্রতিপক্ষকে অল্পেই বেঁধে রাখেন শাহীন আলম, মৃত্যুঞ্জয় চৌধুরী ও শরীফুল ইসলামরা। শাহীন ৪টি, শরীফুল ৩টি ও মৃত্যুঞ্জয় নেন বাকি ২টি উইকেট।
লংকানদের পক্ষে সর্বোচ্চ ৮৩ রানের ইনিংস খেলেন নাভোদ পারানাভিথানা। ৭টি চারের মারে নিজের ইনিংস সাজান তিনি। আভিশকা থারিন্দুর ব্যাট থেকে আসে ৪৩ রানের ইনিংস। একপর্যায়ে ৪ উইকেটে ১৬৩ রান করা শ্রীলঙ্কা শেষের ২৯ রানের হারায় ৫টি উইকেট।
রান তাড়া করতে শুরুতেই বিপর্যয়ে পড়ে যায় বাংলাদেশ। প্রথম দশ ওভারে ৪৩ রান তুলতেই সাজঘরে ফিরে যান চার ব্যাটসম্যান। আগের ম্যাচে ফিফটি করা তানজিদ হাসান ফেরেন ৪ রান করে। অধিনায়ক তৌহিদ হৃদয় ৫, মাহমুদুল হাসান ১৩ ও অমিত হাসান ১৫ রান করে ফিরলে অল্পেই গুটিয়ে যাওয়ার শঙ্কা দেখা দেয়।
তবে পঞ্চম উইকেটে অবিচ্ছিন্ন জুটিতে ৬৬ বলে ৫৮ রান যোগ করেন শামীম হোসেন ও উইকেটরক্ষক আকবর আলি। ইনিংসের ২০.৪ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ যখন ৪ উইকেটে ১০১ তখন নামে বৃষ্টি।
এসময় ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে স্বাগতিক শ্রীলঙ্কার চেয়ে ৮ রানে এগিয়ে ছিল বাংলাদেশ। পরে আর খেলা না হলে জয়ী ঘোষণা করা হয় বাংলাদেশকে। শামীম ২৭ ও আকবর ৩০ রানে অপরাজিত ছিলেন।
আগামী শনিবার একই মাঠে সিরিজের তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল: ৪৩ ওভারে ১৯২/৯ (পারানাভিথানা ৮৩, প্রেমাদাসা ৪, শামাজ ১২, পেরেরা ২৩, দিনুশা ২, থারিন্দু ৪৩, গামাগে ২, ভিজেসিংহে ৫, ডি সিলভা ৩, সঞ্জয়া ০*; শরিফুল ৩/৪৯, শাহিন ৪/৪৩, মৃত্যুঞ্জয় ২/৪২, শামিম ০/২৯, তৌহিদ ০/৮, রকিবুল ০/১৮)
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ২০.৪ ওভারে ১০১/৪ (তানজিদ ৪, মাহমুদুল ১৩, তৌহিদ ৫, আমিত ১৩, শামিম ২৭*, আকবর ৩০*; ভিজেসিংহে ০/২৫, ড্যানিয়েল ২/১৫, পারানাভিথানা ২/৩১, ডি সিলভা ০/১৬, সঞ্জয়া ০/১৪)
ফল: ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে বাংলাদেশ ৮ রানে জয়ী
খেলা - এর সব খবর
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আছিয়ার শেষ স্বীকারোক্তি: আছিয়া নিজে বলে গেছে ধ/র্ষণ করেছে কে (ভিডিওসহ)
- আইপিএলে তাসকিনকে দলে নিবে কি না জানিয়ে দিলো লখনৌ
- শেয়ারবাজারে কারসাজি: বিএসইসি'র কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্তে সামনে এলো গুরুত্বপূর্ণ নাম
- বাড়লো সৌদি রিয়াল রেট বিনিময় হার (১৩ মার্চ ২০২৫)
- আছিয়ার ধ/র্ষক দুলাভাই কে নিয়ে তথ্য দিলেন তার শ্রেণী শিক্ষক মাহফুজ
- মাগুরার আছিয়ার বোনের বক্তব্য: শোনেন আসল সত্যিটা (ভিডিওসহ)
- শিশু আছিয়া ধ/র্ষণ ও হ/ত্যা মামলার প্রধান আসামী হিটু শেখের আদালতে স্বীকারোক্তি
- দ্য হান্ড্রেডে বাংলাদেশের ২৯ ক্রিকেটার শেষ হলো নিলাম
- বাড়লো সৌদি রিয়াল রেট বিনিময় হার
- শেখ হাসিনার দেশে ফিরে আসা নিয়ে ট্রাম্পের পোস্ট জানা গেল সত্যতা
- দুই কোটি নয় মুস্তাফিজকে দলে নিতে কলকাতাকে গুনতে হবে ৬.৫ কোটি রুপি
- মুস্তাফিজ নাকি তাসকিন আইপিএল খেলার জন্য কাকে এনওসি দিবে বিসিবি
- ৭৫ লাখ রুপিতে আইপিএলে দল পেলেন মুস্তাফিজের সতীর্থ
- বিশ্বকাপ বাছাই পর্ব থেকে বিদায় ব্রাজিল
- আওয়ামী লীগের পতনের কারণ