ঢাকা, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

ইনস্টাগ্রামে ভালো তো স্ট্রাইকারও ভালো

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ০২ ১৫:০৯:৩৩
ইনস্টাগ্রামে ভালো তো স্ট্রাইকারও ভালো

গত শতকের শেষ ও এই শতকের শুরুতে সিরি ‘আ’ মাতিয়েছেন ভিয়েরি। খেলেছেন ইন্টার ও এসি মিলানের হয়ে। গায়ে জড়িয়েছেন জুভেন্তাস ও লাৎসিওর জার্সি। আথলেটিকো মাদ্রিদের হয়ে খেলেছেন স্প্যানিশ লিগেও। ফুটবল ছাড়ার পর বর্তমানে ব্যস্ত নিজের রেস্তোরাঁ ব্যবসা ও নিজস্ব ব্র্যান্ডের ফ্যাশন ব্যবসা নিয়ে।

ইতালির হয়ে ৪৯ ম্যাচ খেলা ভিয়েরির দাবী, বর্তমান সময়ের ফুটবলাররা মাঠে পরিশ্রম করার চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সময় কাটাতেই ব্যস্ত থাকেন বেশি। এইসব দেখে তার মন্তব্য, ‘ইদানীং স্ট্রাইকার হওয়ার জন্য ভালো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকলেই যথেষ্ট।’

নিজের সময়ের কথা উল্লেখ করে তিনি আরো বলেছেন, ‘আগে কেউ যদি গোল করতে ব্যর্থ হতো, তখন নিজেকে ঘরে আটকে রাখত। পরের দিন যে ভুল করেছে, সেগুলো আবার দেখত এবং উন্নতি করার চেষ্টা করত। এখন এসব আর কেউ করে না। আমরা সবাই অসুস্থ ছিলাম, আমাদের পুরো প্রজন্ম বিশেষ করে স্ট্রাইকাররা। আমরা গোলের জন্য অসুস্থ ছিলাম।’

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ