ঢাকা, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

এনসিএলে ভেলকি দেখিয়েই যাচ্ছেন স্পিনাররা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ০২ ১৫:০৪:৩৭
এনসিএলে ভেলকি দেখিয়েই যাচ্ছেন স্পিনাররা

বর্তমানে ৭টি ইনিংসে ২৩ উইকেট নিয়ে শীর্ষে রয়েছেন চিটাগাং বিভাগের ১৭ বছর বয়সী অফ স্পিনার নাইম হাসান। মাত্র ২.৭৪ ইকোনমি রেটে বোলিং করেছেন তিনি এখন পর্যন্ত। যেখানে ১০৬ রানে ৮ উইকেট তাঁর সের বোলিং পারফর্মেন্স। চতুর্থ রাউন্ডে ঢাকা বিভাগের বিপক্ষে এই বোলিং করেছিলেন তিনি।

নাইমের পর দ্বিতীয়তে অবস্থান করছেন এক সময়ে জাতীয় দলের হয়ে খেলা আরাফাত সানি। ঢাকা মেট্রোর এই স্পিনার মোট ৯টি ইনিংসে ২.৯০ ইকোনমি রেটে শিকার করেছেন ২৩টি উইকেট। তাঁর সেরা বোলিং ঢাকা বিভাগের বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে। সেই ম্যাচে ৫৭ রানে ৭ উইকেট নিয়েছিলেন সানি।

এরপর তালিকার তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম স্থানটি দখলে রেখেছেন সানজামুল ইসলাম, সোহাগ গাজি এবং ফরহাদ রেজা। এখন পর্যন্ত ১০টি ইনিংসে ১৯ উইকেট শিকার করেছেন রাজশাহীর হয়ে খেলা স্পিনার সানজামুল। ৩.০২ ইকোনমি রেটে বোলিং করা এই স্পিনারের সেরা বোলিং ফিগার ৬৯ রানে ৭ উইকেট। রংপুর বিভাগের বিপক্ষে সর্বশেষ রাউন্ডেই এই কীর্তি গড়েন তিনি।

বল হাতে ভেলকি দেখিয়েছেন বরিশালের স্পিনার সোহাগ গাজিও। মোট ৬টি ইনিংসে মাত্র ২.৯৬ ইকোনমি রেটে ১৬ উইকেট ঝুলিতে পুড়েছেন তিনি। রংপুরের বিপক্ষে চতুর্থ রাউন্ডে ৪০ রানে ৬ উইকেট শিকার করেছিলেন তিনি যা এখন পর্যন্ত তাঁর সেরা বোলিং ফিগার চলতি টুর্নামেন্টে।

এদিকে একমাত্র পেসার হিসেবে সেরা পাঁচে থাকা ফরহাদ রেজার শিকার মোট ১০ ইনিংসে ১৬টি উইকেট। ৩.১৪ ইকোনমিতে বোলিং করা রাজশাহীর এই বোলার খুলনার বিপক্ষে চতুর্থ রাউন্ডে ২৬ রানে নিয়েছিলেন ৪টি উইকেট যা তাঁর সেরা বোলিং পারফর্মেন্স।

এনসিএলের সেরা উইকেট শিকারির তালিকা (পঞ্চম রাউন্ড শেষে)-- বোলার দল ম্যাচ সংখ্যা ইনিংস সংখ্যা উইকেট সংখ্যা ইকোনমি রেট সেরা বোলিংনাইম হাসান চিটাগাং বিভাগ ৫ ৭ ২৩ ২.৭৪ ৮/১০৬আরাফাত সানি ঢাকা মেট্রো ৫ ৯ ২৩ ২.৯০ ৭/৫৭সানজামুল ইসলাম রাজশাহী বিভাগ ৫ ১০ ১৯ ৩.০২ ৭/৬৯সোহাগ গাজি বরিশাল বিভাগ ৪ ৬ ১৬ ২.৯৬ ৫/৪০ফরহাদ রেজা রাজশাহী বিভাগ ৫ ১০ ১৬ ৩.১৪ ৪/২৬শুভাশিষ রায় রংপুর বিভাগ ৪ ৬ ১৫ ২.২৯ ৫/৪৯মনির হোসেন বরিশাল বিভাগ ৪ ৬ ১৩ ২.৩১ ৫/২৪আল-আমিন হোসেন খুলনা বিভাগ ৪ ৬ ১৩ ২.৯৭ ৪/৬৭শরিফুল ইসলাম রাজশাহী বিভাগ ২ ৪ ১২ ৩.২৬ ৫/৪৩কাজি অনিক ঢাকা মেট্রো ৩ ৫ ১২ ৩.২৩ ৫/৫৭

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ