ঢাকা, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

অধিনায়ক হিসেবে শতভাগ দিয়ে খেলার চেষ্টা করব : মাহমুদুল্লাহ রিয়াদ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ০২ ১৪:৩৫:০৮
অধিনায়ক হিসেবে শতভাগ দিয়ে খেলার চেষ্টা করব : মাহমুদুল্লাহ রিয়াদ

দলকে নেতৃত্ব দেয়ার এই সুযোগ যথাযথভাবেই পালন করতে বদ্ধপরিকর অলরাউন্ডার রিয়াদ। প্রথম টেস্টের আগের দিন সংবাদ সম্মেলনে টাইগার অধিনায়ক জানিয়েছেন নিজের শতভাগ উজাড় করে ইতিবাচক ফলাফল বয়ে আনার চেষ্টা কথা।

তিনি বলেন, ‘এই মুহূর্তে সহ অধিনায়ক হিসেবে অধিনায়কত্বের দায়িত্বটা আমার উপর এসেছে। আমি শতভাগ দিয়ে চেষ্টা করব ইতিবাচক ফলাফল আনার। টিমের সবাই ভাল মুডে আছে। কারণ ওয়ানডে সিরিজটা আমরা জিতেছি। আমরা ওয়ানডে সিরিজটা যেভাবে খেলেছি, সেই আত্মবিশ্বাসটা নিয়েই যাচ্ছি আমরা।’

রিয়াদ বলেন, ‘অবশ্যই, অধিনায়কত্ব প্রতিটি ক্রিকেটারের ভাল লাগার বিষয়, দেশের প্রতিনিধিত্ব করবেন আপনি। এটা আপনার জন্য একটা দায়িত্ব, আপনি দায়িত্বটা শতভাগ পালন করতে চাইবেন। এটাও মাথায় রাখতে হবে।’

প্রতিপক্ষকে সমীহ করে টাইগার দলপতি বলেন, ‘প্রাপ্ত সম্মানটুকু জিম্বাবুয়েকে আমাদের দেয়া উচিত। কারণ তারা খুব ভাল দল। টেস্ট ক্রিকেট এমন একটা ফরম্যাট যেখানে আপনি প্রতি সেশনেই চ্যালেঞ্জ আসবে এবং সেই চ্যালেঞ্জ গুলো বুঝে সেই অনুযায়ী খেলাটা অনেক গুরুত্বপূর্ণ। আমাদের প্রতি বিভাগেই ভাল করতে হবে। এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ,’ বলেন রিয়াদ।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ