ঢাকা, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

অবশেষে দেখা মিলল সেই বিশেষ ঘণ্টার

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ০২ ১০:৩৩:৫১
অবশেষে দেখা মিলল সেই বিশেষ ঘণ্টার

২০০৭ সাল থেকে লর্ডসে টেস্ট শুরু হয় ঘণ্টা বাজিয়ে। যাকে বলা হয় ‘ফাইভ মিনিটস বেল’। আর এই ঘণ্টাটি পরবর্তীতে রূপ নিয়েছে লর্ডস টেস্টের অন্যতম আকর্ষণে। লর্ডসকে অনুকরণ করে ২০১৬ সাল থেকে এই রীতি শুরু হয়েছে ইডেন গার্ডেনসেও। এবার ঘণ্টা বাজিয়ে টেস্ট শুরু হবে বাংলাদেশের সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। যার অভিষেক টেস্ট হতে যাচ্ছে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যেকার প্রথম টেস্টের মাধ্যমে।

ঢাকা থেকে নিয়ে আসা ঘণ্টাটি বসানো হবে টেস্ট শুরুর আগেই। সংবাদ সম্মেলনে বিসিবি পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল ঘণ্টা প্রসঙ্গে বলেন, অদ্ভূত ভালো লাগা কাজ করল ভেতরে। আমাদের কোনো ভেন্যু এরকম ভাবে ভাবতে পেরেছে, এমন কিছুর আইডিয়া করেছে, এটিই বিস্ময়কর আনন্দ…।

সাধারণত লর্ডসের ঘণ্টাটি বাজানো হয় বিখ্যাত সব সাবেক ক্রিকেটার দ্বারা। যার মধ্যে রয়েছেন স্যার বিফি ও স্যার ভিভ, স্যার গ্যারি, শচিন, এমনকি স্প্রিন্টার ইয়োহান ব্লেক, এমন আরও অনেকে। বাংলাদেশও এক্ষেত্রে সাবেক ক্রিকেটারদের এমন সম্মান দেবে এমন প্রত্যাশাই সবার।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ