ঢাকা, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

ছয় মেরে আফ্রিদির বিশ্বরেকর্ড ভাঙলেন রোহিত শর্মা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ০২ ০৮:০৪:২৩
ছয় মেরে আফ্রিদির বিশ্বরেকর্ড ভাঙলেন রোহিত শর্মা

তবে বল খেলার ভিত্তিতে ২০০ ছক্কার মাইলফলকে রোহিত হলেন তৃতীয় দ্রুততম। তিনি সময় নিয়েছেন ৮৩৮৭ বল। আফ্রিদির লেগেছিল অনেক কম, মাত্র ৪২০৩ বল। নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাকালামের লেগেছিল ৬৩০৮ বল।

রোহিতর আগে আরও ৬ ক্রিকেটার ২০০ কিংবা তার বেশি ছক্কা মেরেছেন। ম্যাকালাম মেরেছিলেন মোট ২০০ ছক্কা। রোহিত আজকের ম্যাচ পর্যন্তই মেরেছেন ২০২ ছক্কা। তার সামনে রয়েছেন শাহিদ আফ্রিদি (৩৫১), ক্রিস গেইল (২৭৫), সনৎ জয়াসুরিয়া (২৭০), মহেন্দ্র সিং ধোনি (২১৮) এবং এবি ডি ভিলিয়ার্স (২০৪)। ছক্কার ডাবল সেঞ্চুরিতে ধোনির পরে রোহিত হলেন দ্বিতীয় ভারতীয়। এই সিরিজে তিনি মেরেছেন ১৬ ছক্কা।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ