ঢাকা, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

মুশফিক না লিটন গ্লাভস হাতে কাকে পছন্দ রোডসের

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ০১ ২০:০২:৪২
মুশফিক না লিটন গ্লাভস হাতে কাকে পছন্দ রোডসের

চলমান সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ম্যাচগুলোতেও উইকেটের পেছনের কর্তব্যটি দারুণভাবে পালন করেছিলেন মুশফিক। তাই এখনও মুশফিকে সন্তুষ্ট রোডস। তবুও দলে বিকল্প উইকেটরক্ষক লিটন দাস আছেন, জানিয়েছেন রোডস।

'মুশফিক এখন পর্যন্ত ঠিক আছে। তবে তাঁর যদি সমস্যা হয় তাহলে লিটন স্কোয়াডে আছে। সুতরাং আমাদের অপশন আছে। উইকেটের পেছনে মুশিকে নিয়ে আমি বর্তমানে সন্তুষ্টই আছি। জিম্বাবুয়ের বিপক্ষে এবং এশিয়া কাপে উইকেটের পেছনে সে ভাল করেছে। আশা করি জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজেও সে এটি ধরে রাখতে পারবে,' বলেছিলেন রোডস।

শুধু গ্লাভস হাতে বল ধরাতেই নয়, ব্যাট হাতেও অসাধারণ ক্রিকেটার মুশফিক। ইনজুরি নিয়ে খেলেছিলেন এশিয়া কাপের সবগুলো ম্যাচ। খেলেছেনও দুর্দান্ত, তাই তাঁকে যোদ্ধার বলেও সম্বোধন করেছেন এই ইংলিশম্যান।

'ব্যাট হাতেও সে রান করছে। সে একজন অসাধারণ ক্রিকেটার এবং অনেক অভিজ্ঞ, একজন আসল যোদ্ধা। তবে উইকেটের পেছনে কখনো কখনো তাঁর অন্য কাউকেই লাগতে পারে।'

উইকেটরক্ষকের দায়িত্বটি পালন করতে বেশ পছন্দ করেন মুশফিক। এবার প্রধান কোচ রোডসও এক প্রকার নিশ্চিত করে দিয়েছেন পছন্দের কাজটির দায়িত্ব টেস্ট সিরিজেও পেতে যাচ্ছেন দেশ সেরা এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ