ঢাকা, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

উইকেট শিকারে সবার উপরে সাকিব

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ০১ ১৯:০৬:০৬
উইকেট শিকারে সবার উপরে সাকিব

২০১২ সাল থেকে বিপিএলে খেলা সাকিব এখন পর্যন্ত খেলেছেন মোট চারটি ফ্র্যাঞ্চাইজির অধীনে। ঢাকা ডাইনামাইটস ছাড়াও তিনি খেলেছেন ঢাকা গ্ল্যাডিয়েটর্স, খুলনা রয়্যাল বেঙ্গলস এবং রংপুর রাইডার্সের হয়ে। যেখানে তাঁর শিকার ৬১টি ম্যাচে ৮৩ উইকেট (ইকোনমি রেট ৬.৬১)।

তালিকায় দুই নম্বরে আছে কেভিন কুপার। ৩৮টি ম্যাচে তার উইকেট ৬৩টি। ইকোনোমি রেট ৬.৩২।

এরপর তিন ও চার নম্বরে আছেন বাংলাদেশের দুই তারকা। সফিউল ও মাশরাফি। ৪৯ ম্যাচে ৫৪ উইকেট সফিউলের। ৬০ ম্যাচে মাশরাফির উইকেট ৫১টি।

৫ নম্বর স্থানে আছেন আফগান তারকা নবি। তার উইকেট সংখ্যা ৫০টি। এজন্য তার প্রয়োজন হয়েছে ৩৮টি ম্যাচ।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ