ঢাকা, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

বাটলারের শর্ট এ মৃত্যুর দুয়ার থেকে ফিরলেন লঙ্কান ক্রিকেটার

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ০১ ১৮:৫১:০১
বাটলারের শর্ট এ মৃত্যুর দুয়ার থেকে ফিরলেন লঙ্কান ক্রিকেটার

অফ স্পিনার নিশান পেরিসের বলে বাটলারের করা পুলটি মাথায় লাগে নিশাঙ্কার। ২০ বছর বয়সী নিশাঙ্কা হ্যালমেট পড়েই ফিল্ডিং করছিলেন। বলে গতিবিধি বুঝে দ্রুত সরে যাওয়ার চেষ্টা করেছেন। কিন্তু বল তার মাথায় লাগে, সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যান এই ক্রিকেটার।

এরপর মাঠেই প্রাথমিক চিকিৎসার পর নেওয়া হয় কলম্বোর হাসপাতালে। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড নিশ্চিত করেছে এখন শঙ্কামুক্ত আছেন নিশাঙ্কা।

কিন্তু মাঠে ওই ঘটনার মুহূর্তে থমকে গিয়েছিল সবকিছু। ২০১৪ সালে সিডনি ক্রিকেট মাঠে মাথায় বলের আঘতে মাঠ ছেড়েছিলেন অজি ক্রিকেটার ফিজ হিউজ। তার জীবণ প্রদীপই নিভে গিয়েছিল চিরতরে।

এদিন নিশাঙ্কার এই পরিণতির পর ব্যাটসম্যান জস বাটলার নিজেকেই দাঁড় করাচ্ছিলেন কাঠগড়ায়, ‘এটি সবচেয়ে খারাপ ভয় পাওয়া আমি মনে করি। আমি খুব জোরে শট করেছিলাম এবং সেটি তাকে আঘাত করেছিল। এটি তাই খুব চিন্তার ছিল।’

বাটলার আরো বলেন, ‘এটিকে কেউ ইনজুরি ভাববেন না, এটি একটি সত্যিকারের দুর্ভাগ্যজনক ঘটনা।’

৬ নভেম্বর শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়াবে।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ