ঢাকা, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

অধিনায়ক হতে চান না মুশফিক,তাহলে কে হবে চিটাগাংয়ের নতুন অধিনায়ক

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ০১ ১৬:৪৯:০০
অধিনায়ক হতে চান না মুশফিক,তাহলে কে হবে চিটাগাংয়ের নতুন অধিনায়ক

এছাড়াও তাদের দলে রয়েছে দেশের কিছু সেরা ক্রিকেটার। সানজামুল ইসলাম, মোসাদ্দেক হোসেন, আবু জাহেদ রাহি, সৈয়দ খালেদ আহমেদ, নাঈম হাসান সহ চিটাগাং ভাইকিংস এ খেলবেন দীর্ঘদিন পর বিপিএলে সুযোগ পাওয়া মোহাম্মদ আশরাফুল।

এছাড়াও বিদেশি ক্রিকেটারদের মধ্যে তারা নিয়েছেন লুক রনকি, সেকেন্দার রাজা, মোহাম্মদ শাহজাদ ক্যামেরন ডেলপোর্ট, নজিবুল্লাহ জাদরানের মতো কিছু ভালো মানের ক্রিকেটার। এদের মধ্যে কে হচ্ছেন চিটাগাং ভাইকিংসের অধিনায়ক?

এখনো চূড়ান্ত হয়নি চিটাগাং ভাইকিংসের অধিনায়ক তবে সবার উপরে রয়েছে মুশফিকুর রহিমের নাম। তবে অধিনায়কের দায়িত্ব নিতে চান না মুশফিকুর রহিম এর কারণে রাজশাহী কিংসে গত দুই মৌসুমে অধিনায়ক ছিলেন ড্যারেন সামি। মুশফিকুর রহিমও দায়িত্ব পালন না করলে সে ক্ষেত্রে দেখা যেতে পারে লুক রনকি অথবা মোহাম্মদ আশরাফুলের হাতে।

চিটাগং ভাইকিংস : রিটেইন: মুশফিকুর রহিম, লুক রনকি, সিকান্দার রাজা ও সানজামুল ইসলাম। সরাসরি সাইন: মোহাম্মদ শাহজাদ, রবার্ট ফ্রাইলিঙ্ক।

ড্রাফট থেকে নেওয়া (১২ জন): মোসাদ্দেক হোসেন, আবু জায়েদ রাহী, সৈয়দ খালেদ আহমেদ, নাঈম হাসান, মোহাম্মদ আশরাফুল, রবিউল হক, ইয়াসির আলী চৌধুরী, নিহাদ-উহ-জামান, নাজিবুল্লাহ জারদান, সাদমান ইসলাম, ক্যামেরন ডেলপোর্ট ও দাসুন শানাকা।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ