ঢাকা, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

আশরাফুল যে কৌশলে মূল জাতীয় দলে খুব শিগিরি ফিরতে চান

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ০১ ০১:০৪:৫৮
আশরাফুল যে কৌশলে মূল জাতীয় দলে খুব শিগিরি ফিরতে চান

সেখানে ভালো করেই জাতীয় দলে ফিরতে চান তিনি। আশরাফুল বলেন, ,‘আমি আগে থেকেই চাইছিলাম বিপিএলে চিটাগং ভাইকিংসের হয়ে খেলার জন্য। কারণ, আমি আবারো জাতীয় দলে ফিরতে চাই। এজন্য বিপিএলের আসরটি অনেক গুরুত্বপূর্ণ।

কারণ, এখানে অনেক বিদেশি এবং তারকা খেলোয়াড় আসবেন। সবকিছু মিলিয়ে টুর্নামেন্টটা অনেক গুরুত্বপূর্ণ। আমরা প্রথম রাউন্ডে ১২টা ম্যাচ পাব। সেখানে ৫-৬ টাতে ম্যাচ উইনিং পারফরমেন্স করতে পারলে হয়তো আমার জন্য জাতীয় দলে আসা আরো সহজ হবে। তাই চিটাগং ভাইকিংস কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি।’

তিনি বলেন, ‘তিন বছর ধরে ঘরোয়া ক্রিকেট খেলছি। গত তিন বছরের চেয়ে গত তিন মাসে শারীরিক উন্নতি এবং ফিটনেস বেশি এসেছে। জাতীয় লিগে প্রথম দুই ম্যাচ ভালো খেললেও পরের দুই ম্যাচে খুব একটা ভালো করতে পারিনি। আরো দুটি ম্যাচ আছে। ইনশা আল্লাহ ভালো খেলার চেষ্টা করব।’

ভক্তদের নিয়ে তিনি বলেন, ‘গত পাঁচ বছর ধরে ভক্তরা আমাকে অনেক সাহস জুগিয়েছেন যেন আবারও জাতীয় দলে ফিরতে পারি। আমি সেভাবেই এগোচ্ছি। ঢাকা প্রিমিয়ার লিগে কলাবাগানের হয়ে পাঁচটি শতক করেছি, তবে সেটি তেমনভাবে কারো চোখে পড়েনি। বিপিএল সবাই দেখবে, নজর রাখবে। তাই এমন একটি টুর্নামেন্টের অপেক্ষাতেই ছিলাম। বিপিএলে ভালো করে দলে ফিরতে চাই।’

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ