ঢাকা, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

ফর্মহীন ধোনি থেমে গেলেন ১ রান দূরে 

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ৩০ ১৬:৪০:০৮
ফর্মহীন ধোনি থেমে গেলেন ১ রান দূরে 

এর ফলে টি টোয়েন্টি সিরিজে দল থেকে বাদ দেওয়া হয়েছে তাঁকে। এই অবস্থায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজের চার নম্বর ম্যাচে ধোনি পারলেন না এক মাইলস্টোনে পৌঁছতে।

এক সর্বভারতীয় ক্রীড়া ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, এদিন ধোনি ২৩ রানে আউট না হয়ে যদি আর একটি রান করতে পারতেন, তবে এদিনই তিনি এক শিখরে পৌঁছে যেতেন। ভারতের হয়ে ১০ হাজার রান পূর্ণ হয়ে যেত তাঁর।

যদিও ধোনির পরিসংখ্যান দেখলে দেখা যাবে একদিনের আন্তর্জাতিক ম্যাচে ১০১৭৩ রান করেছেন। কিন্তু ঘটনা হল, এর মধ্যে ১৭৪ রান তিনি করেছিলেন এশিয়া একাদশের হয়েও। ফলে ভারতের হয়ে তাঁর রান ৯৯৯৯। পরের ম্যাচে ১ রান করলেই এই শৃঙ্গও পেরিয়ে যাবেন তিনি।

অবশ্য নিছক অঙ্কের দিকে কবেই বা মন দিয়েছেন ধোনি। তাঁর ভক্তরাও এই মুহূর্তে এই সব মাইলস্টোনের থেকে বেশি ভাবছেন তাঁর সাম্প্রতিক ফর্ম নিয়ে। ভারতীয় দলে ‘মাহি’ ম্যাজিক আর দেখা যাবে কি না, তা জানতে পরের ম্যাচের দিকেও যে নজর থাকবে ধোনি-ভক্তদের তা বলাই বাহুল্য।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ