ঢাকা, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

প্রথমেই ফিরে গেলেন সাব্বির, দেখেনিন রাজশাহীর সংগ্রহ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ৩০ ১৬:১৯:২৭
প্রথমেই ফিরে গেলেন সাব্বির, দেখেনিন রাজশাহীর সংগ্রহ

এদিকে গতকাল রাজশাহীর হয়ে সানজামুল ইসলামের শিকার ৩ উইকেট। গতকাল টসে জিতে রংপুরকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় রাজশাহী। এদিকে টসে হেরে ব্যাট করতে নেমে দলীয় ৩৩ রানেই ওপেনার ফারদিন হাসান অনিকে হারিয়ে বসে রংপুর।

এরপর দ্বিতীয় উইকেট জুটিতে এরপর ৬৬ রান যোগ করেন আরেক ওপেনার রাকিন আহমেদ এবং মাহমুদুল হাসান। মাহমুদুল ৩৬ করে ফিরলেও রাকিন এবং নাইম ইসলাম মিলে দলের হাল ধরেন। কিন্তু সেঞ্চুরি হাঁকানোর আশা জাগিয়ে ৭৬ রানে বিদায় নেন রাকিন।

এদিকে গতকালই নাইম তুলে নেন তার অর্ধশতক রান,গতকাল তিনি ৬৩ রান নিয়ে অপরাজিত ছিলেন, আজ আবার সেখান থেকেই শুরু করেছেন তিনি। এদিকে তার সাথে যোগ্য সঙ্গী দিয়ে যাচ্ছিলেন অপর প্রান্তে থাকা ধিমান ঘোষ। কিন্তু ধিমেন ঘোষ ৫৭ রান নিয়ে ও নাইম ৮৯ রান নিয়ে আউট হয়ে ফিরে যান। এদিকে নাইমে ৮৯ রানে ছিল ১০ টি চার।

এদিকে তাদের দুজনের দুর্দান্ত জুটিতে এগিয়ে যাচ্ছিল রংপুর। কিন্তু আজ দ্রুত বিদায় নেওয়ার কারনে অনেকটাই চাপে পড়েছে রংপুর। এদিকে আজ দুর্দান্ত বোলিং করে সানজামুল ইসলাম, তিনি ৬৯ রান দিয়ে তুলে তুলে নিয়েছেন ৭ টি উইকেট।

এদিকে ১৩৩.৩ ওভার শেষে ৩৩৬ রানে থামে রংপুর। এদিকে দলের হয়ে নাইম ইসলাম ৮৯ ধিমান ঘোষ ৫৭ , রাকিন আহমেদ ৭৯, রান করে আউট হন। এদিকে আজ দুর্দান্ত বোলিং করে সানজামুল ইসলাম, তিনি ৬৯ রান দিয়ে তুলে তুলে নিয়েছেন ৭ টি উইকেট। এখন ব্যাটিং করছে রাজশাহী।শেষ খবর পাওয়া পর্যন্ত রাজশাহী সংগ্রহ ১৬ ওভার শেষে ২২/২ । এদিকে সাব্বির মাত্র ১ রান নিয়ে মাঠ ছাড়েন।

রংপুর একাদশঃফারদিন হাসান অনি, রাকিন আহমেদ, মাহমুদুল হাসান, নাইম ইসলাম, সোহরাওয়ার্দি শুভ, তানভির হায়দার, ধিমান ঘোষ, সাজেদুল ইসলাম, রকিবুল হক, শুভাশিস রয়, সঞ্জিত সাহা।

রাজশাহী একাদশঃজহুরুল ইসলাম, জুনায়েদ সিদ্দিকি, ফরহাদ রেজা, ফরহাদ হোসেন, সফিকুল ইসলাম, দেলোয়ার হোসেন, মুক্তার আলি, মাইশুকুর রহমান, সাব্বির রহমান, সাব্বির হোসেন, সাঞ্জামুল ইসলাম।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ