ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১

বিয়ে করবেন ব্র্যাড পিট

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ৩০ ১৩:৪১:৫২
বিয়ে করবেন ব্র্যাড পিট

তাই দু'বারই ব্র্যাডের বিয়ে ভীষণভাবে লাইমলাইটে এসেছিল। তাই এবার আর কোনও তারকা নয়, সিদ্ধান্ত ব্র্যাডের।

তারকা নয়, সাধারণ মেয়েকে বিয়ে করবেন ব্র্যাড পিট

ব্র্যাড পিটের এক ঘনিষ্ঠ বন্ধুর দাবি, এইবার থেকে সম্পর্কগুলোকে ব্যক্তিগতই রাখতে চান ব্র্যাড। কোনও সম্পর্ক নিয়ে খুব সিরিয়াসও হতে চান না তিনি। বরং এখন থেকে নিজের সন্তান, নিজের কাজের উপরই বেশি মনোসংযোগ করতে চান তিনি। জীবনটাকে স্বাভাবিক ছন্দে ফেরাতে চান ব্র্যাড।

বিয়ে দু'বার হলেও একধিক নারীর সঙ্গে নাম জড়িয়েছে ব্র্যাডের। জুলিয়েট লুইস বা গুইনেথ পালট্রো প্রত্যেকেই ছিলেন সেলেব্রিটি বা তারকা, যাঁরা একসময়ে প্রেমিকা ছিলেন ব্র্যাডের। তাই খুব সহজেই লোকের নজরে এসেছিলেন তিনি প্রতিবার। আর সেই কাজ করবেন না তিনি। বর্তমানে 'ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড' ছবির শুটিংয়ে ব্যস্ত ব্র্যাড। কাজকেই নিজের ধ্যান-জ্ঞান বানাতে চান তিনি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে