ঢাকা, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

অবশেষে হাটে হাড়ি ভাঙলেন রোনালদো

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ৩০ ১৩:০০:১৭
অবশেষে হাটে হাড়ি ভাঙলেন রোনালদো

অবশেষে হাটে হাড়ি ভাঙলেন রোনালদো। নিজেই জানালেন তার রিয়াল ছাড়ার নেপথ্য কারণ। পর্তুগিজ সেনসেশন দাবি করলেন ক্লাবের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের কারণেই নাকি রিয়াল ছেড়েছেন তিনি। সোমবার ফ্রান্স ফুটবলকে পর্তুগিজ সেনসেশন বলেছেন, ‘ক্লাব আমাকে অবহেলা করতে শুরু করেছিল। বিশেষ করে পেরেজ। আমি বুঝতে পারছিলাম তারা আর আগের মতো আমাকে ক্লাবে চায় না।’

ফ্রান্স ফুটবলকে দেওয়া সাক্ষাৎকারে পেরেজকে ধুয়ে দিয়েছেন রোনালদো। বলেছেন, ‘সে (পেরেজ) আমাকে শুধু বাণিজ্যিক চুক্তি হিসেবেই মূল্যায়ন করত। সে আমাকে যখন যা বলেছে কোনোটিই মন থেকে বলেনি। প্রথম কয়েক বছর পর প্রেসিডেন্টের কাছ থেকে আগের মতো ব্যবহার পাইনি। তিনি এমন ভাব করতেন যেন আমাকে ছাড়াই তাদের চলবে।’

ক্লাবের সঙ্গে তাল মিলিয়ে কিছু স্প্যানিশ গণমাধ্যম দাবি করেছিল অর্থের লোভেই নাকি জুভেন্টাসে গেছেন রোনালদো। সেখানে নাকি রিয়ালের চেয়ে বেশি বেতনে তিনি নাম লিখিয়েছেন। কিন্তু এটা সত্য নয় বলে জানালেন রোনালদো, ‘আমি অর্থের লোভে ক্লাব ছাড়িনি। বেশি আয় করতে চাইলে তো আমি চীনেই যেতে পারতাম। যা এখানকার চেয়ে পাঁচগুণ বেশি বেতন।’

রোনালদো আরো বলেছেন, ‘রিয়ালে যা পেতাম এখানেও তাই পাচ্ছি। হতে পারে কিছু কম। আমার ক্লাব ছাড়ার সিদ্ধান্তটা বেতন সংক্রান্ত ছিল না। জুভেন্টাস আমাকে মন থেকে চেয়েছিল। তারা আমাকে বুঝিয়ে দিয়েছে তারা সত্যিই আমাকে চায়।’

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ