ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১

শোয়েব–সানিয়ার ঘরে ফুটফুটে রাজপুত্র

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ৩০ ১২:২১:২১
শোয়েব–সানিয়ার ঘরে ফুটফুটে রাজপুত্র

পাকিস্তানি ক্রিকেট তারকা শোয়েব মালিক আর ভারতীয় টেনিসের রানী সানিয়া মির্জার ঘর আলো করে এসেছে ফুটফুটে এক রাজপুত্র।

দারুণ খবরটা এসেছে শোয়েব মালিকের কাছ থেকেই। পাকিস্তানি ক্রিকেট তারকা টুইটারে জানিয়েছেন পৃথিবীতে এসেছে তাঁদের সন্তান। ছেলের মা হয়েছেন সানিয়া মির্জা। মঙ্গলবার ভোরে শোয়েব টুইটারে লেখেন, ‘রোমাঞ্চিত হয়ে জানাচ্ছি ছেলে হয়েছে আমাদের।আলহামদুলিল্লাহ! আমার মেয়েটিও (সানিয়া) ভালো আছে এবং বরাবরের মতোই শক্ত আছে। সবার শুভ কামনা ও দোয়ার জন্য আমরা কৃতজ্ঞ।’এদিকে শোয়েবের একজন ব্যক্তিগত সহকারী, আমিন হক টুইটারে লিখেছেন, ‘বাচ্চা আর বাচ্চার মা দুজনই হাসছে। আর বাচ্চার বাবাকে দেখে মনে হচ্ছে সে যেন চাঁদের দেশে পৌঁছে গেছে।’বলিউড ব্যক্তিত্ব ফারাহ খান সানিয়াকে অভিনন্দন জানিয়ে লিখেছেন, ‘আমার প্রিয় বান্ধবী মা হয়ে গেল! আমি এর চেয়ে খুশি আর কিসে হব! ভালোবাসি আর খুব তাড়াতাড়িই তোমার ছোট্ট রাজপুত্রকে দেখতে আসব।’২০১০ সালের ১২ এপ্রিল খেলার দুনিয়াতে আলোড়ন ফেলে বিয়ে করেন সানিয়া ও শোয়েব। সানিয়া ভারতীয় আর শোয়েব পাকিস্তানি বলেই এই বিয়ে আলোচনার জন্ম দিয়েছিল গোটা উপমহাদেশেই।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে