ঢাকা, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

মুশফিককে নিয়ে জল ঘোলা হওয়ার ব্যাখ্যা দিলেন পাপন

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ২৮ ২৩:১৫:৫৮
মুশফিককে নিয়ে জল ঘোলা হওয়ার ব্যাখ্যা দিলেন পাপন

চট্টগ্রামে দ্বিতীয় ওয়ানডের রাতে এবং কাল সারা দিনও প্রায় এ কথা শোনা গেছে। কিন্তু আজ সকাল থেকে হঠাৎ বাতাস বদলে গেল। সকাল সকাল রেডিসন হোটেলে চাপা গুঞ্জন-নাহ, প্লেয়ার্স ড্রাফটে আর যেতে হবে না। মুশফিকুর রহিম চিটাগাং ভাইকিংসের এ প্লাস ক্যাটাগরির ক্রিকেটার হিসেবে খেলবেন। উল্লেখ্য, এবার এ প্লাস ক্যাটাগরির ক্রিকেটারদের আইকন ক্রিকেটার বলা হচ্ছে (কার্যত এখন আর আইকন নেই, এ + ক্যাটাগরিই ধর্তব্য)।

স্বভাবতই মুশফিক ইস্যু নিয়ে কথা বলতে হলো বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনকেও। আজ রেডিসন হোটেলে প্লেয়ার্স ড্রাফট শেষে বিসিবি বিগ বসের ব্যাখ্যা হলো, ‘আইকনদের (এ+ ক্যাটাগরি) সম বন্টনের জন্যই শেষ পর্যন্ত মুশফিকুর রহীমকে চিটাগাং ভাইকিংসে দেয়া হয়েছে।’

পাপন বলেন, ‘আমাদের সাতটি ফ্র্যাঞ্চাইজি আছে এবং সাতজন আইকন আছে। সবসময় যেটি হয় যে, প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজি একটি করে আইকন পায়। অন্যদের সুযোগ ছিল রিটেইন করার। দুর্ভাগ্যক্রমে চিটাগাংয়ের রিটেইনের কোন সুযোগ ছিল না। ওদের ওখানে যারা ছিল; যেমন সৌম্য সরকার, সে এখন আইকনই নেই। সুতরাং ওকে সেই সুযোগটিই দেয়া হয়নি। যেহেতু একজন ছিল সুতরাং তাকে সেখানে থাকতে হবে। তা না হলে যদি এমন হতো যে কেউ যদি ঠিক করে- আমরা এই দলে খেলব না, তখন দেখা যাবে সব আইকন একটি দলে চলে যাচ্ছে। এটা তো আসলে হতে পারে না। সমান বন্টনের কথা চিন্তা করে এবং মূলনীতির কথা চিন্তা করে এটিই ছিল সেরা অপশন।’

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ