ঢাকা, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

ফাইনালের দল বানিয়ে নিয়েছিঃ টম মুডি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ২৮ ২০:৪৭:০১
ফাইনালের দল বানিয়ে নিয়েছিঃ টম মুডি

'পরের বছর (২০১৯ সালের বিপিএল) সম্পূর্ণ নতুন আসর হবে। গতবার আমরা সফল ছিলাম, সেটা দারুন অভিজ্ঞতা ছিল। আজকের দিনটা ছিল আরেকটি টুর্নামেন্টের জন্য পরিকল্পনা করা ও প্রস্তুতি নেয়ার দিন।

'আমরা বিশ্বাস করি আমরা আজকের ড্রাফটে সফল হয়েছি। আশা রাখি আমরা এমন একটা দল তৈরি করতে পেরেছি, যেটা আসন্ন বিপিএলে ফাইনাল খেলতে পারবে।'

বিপিএলের গত আসরে রংপুরকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল দুই লঙ্কান ক্রিকেটার লাসিথ মালিঙ্গা এবং থিসারা পেরেরা। এবারের আসরের ড্রাফটে পুরানো এই দুই ক্রিকেটারের প্রতি বিশেষ মনোযোগী হতে দেখা যায়নি রংপুরকে।

বরঞ্চ দেশীয় ভাল ক্রিকেটারকে দলে ভেড়াতেই ব্যস্ত সময় কাটিয়েছে তাঁরা। এরও কারণ জানিয়েছেন বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা এই ট্যাকটিক্যাল কোচ।

'অনেক কিছু নির্ভর করেছে আমাদের স্থানীয় প্লেয়ারদের তালিকার ওপর। আমরা প্রথমে কোন কোন স্থানীয় প্লেয়ার নিতে পেরেছি সেটার ওপর নির্ভর করেছে অনেক কিছু। হ্যাঁ, মালিঙ্গা-পেরেরা খুবই ভাল ক্রিকেটার, আমরা তাদের দলে ভেড়াতে পারলে ভাল হত।

'কিন্তু আমাদের দলের ভারসাম্যর দিকে তাকাতে হবে। ওরা দুইজনের একজন ফাস্ট বোলার ও আরেকজন অলরাউন্ডার। আমরা অনুভব করেছি, বিদেশি প্লেয়ারদের তালিকায় আমাদের দলের ভারসাম্য বিবেচনায় অন্য পছন্দ থাকতে পারে। আর অন্য কারণ ছিল, এই দুইজন প্লেয়ারকে আমাদের সুযোগ আসার আগেই অন্য দল নিয়ে নিয়েছে।'

রংপুর রাইডার্সঃ শফিউল ইসলাম (ক্যাটাগরি এ), সোহাগ গাজি (ক্যাটাগরি সি), ফরহাদ রেজা (ক্যাটাগরি বি), মেহেদি মারুফ (ক্যাটাগরি সি), রবি বোপারা (ইংল্যান্ড, ক্যাটাগরি বি), রাইলি রুশো (দক্ষিণ আফ্রিকা, ক্যাটাগরি বি), নাহিদুল ইসলাম (ক্যাটাগরি ডি), নাদিফ চৌধুরী (ক্যাটাগরি সি), আবুল হাসান রাজু (ক্যাটাগরি বি), ফারদিন হোসেন অনিক (ক্যাটাগরি ই), বেনি হাওয়েল (ইংল্যান্ড, ক্যাটাগরি ডি), ওশানে থমাস (উইন্ডিজ)।

ড্রাফটের পূর্বেঃ ক্রিস গেইল, মাশরাফি বিন মুর্তজা, নাজমুল ইসলাম, মোহাম্মদ মিথুন, এবি ডি ভিলিয়ার্স, অ্যালেক্স হেলস।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ