ঢাকা, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

আশরাফুলকে দলে নেবার কারণ জানালেন চিটাগং ভাইকিংসের কর্ণধার

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ২৮ ২০:৩৪:৩৭
আশরাফুলকে দলে নেবার কারণ জানালেন চিটাগং ভাইকিংসের কর্ণধার

প্লেয়ার্স ড্রাফটের দেশি ক্রিকেটারদের তৃতীয় রাউন্ডে আশরাফুলকে দলে ভেড়ায় চিটাগং ভাইকিংস। ক্যাটাগরি এ-তে ছিলেন আশরাফুল। যার ভিত্তি মূল্য ছিল ১৮ লক্ষ টাকা। আশরাফুলকে দলে টানার ব্যাখ্যা দিতে গিয়ে ভাইকিংসের কর্ণধার আবদুল ওয়াহেদ সাংবাদিকদের বলেন, ‘আশরাফুলের প্রতি আমার এক বিশেষ দুর্বলতা ছিল। সে কিন্তু বাংলাদেশের প্রথম সুপারস্টার।’

২০১৩ সালে বিপিএলে ফিক্সিংয়ের কারণেই পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হোন মোহাম্মদ আশরাফুল। চলতি বছরের ১৩ আগস্ট শেষ হয় সেই নিষেধাজ্ঞা। এরপর থেকে যে কোনও টুর্নামেন্টে খেলতে আশরাফুলের আর বাঁধা থাকেনি। তবে নিষেধাজ্ঞা উঠে গেলেও বিপিএলের দল পাওয়া নিয়ে দ্বিধা ছিল!আজ প্লেয়ার্স ড্রাফটে সেই দ্বিধা দূর করে চিটাগাং ভাইকিংস।

দলটির মালিক আবদুল ওয়াহেদ আশরাফুলের ভালো খেলা নিয়ে প্রত্যাশা ব্যক্ত করার পাশাপাশি বলেন, ‘মোহাম্মদ আমির কিন্তু আমাদের দলে খেলে (২০১৫ বিপিএলে) পরে পাকিস্তান দলে সুযোগ পেয়েছিল। আশরাফুলকে নিয়েও আমরা আশাবাদী। আশাকরি ও (আশরাফুল) বাংলাদেশের দলে জায়গা পাবে, ঠাঁই পাবে ২০১৯ এর বিশ্বকাপ দলে।’

এদিকে বিপিএলের প্লেয়ার্স ড্রাফট শুরুর আগেই জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে কিনে নিয়েছে চট্টগ্রাম অঞ্চলের প্রতিনিধিত্বকারী দল চিটাগাং ভাইকিংস। আগের আসরে রাজশাহী কিংসের হয়ে খেলেছিলেন মুশফিকুর রহিম।

এক নজরে আসন্ন আসরের জন্য চিটাগং ভাইকিংসের দলঃ

দেশিঃ মুশফিকুর রহিম, মোহাম্মদ আশরাফুল, সানজামুল ইসলাম, আবু জায়েদ রাহি, মোসাদ্দেক হোসেন, সৈয়দ খালেদ আহমেদ, রবিউল হক, ইয়াসীর আলী চৌধুরী, নিহাদ-উজ-জামান, সাদমান ইসলাম,নাইম হাসান।

বিদেশিঃ লুক রঙ্কি, সিকান্দার রাজা, মোহাম্মদ শেহজাদ, রবার্ট ফ্রাইলিঙ্ক, ক্যামরন ডেলপোর্ট, দাসুন শানাকা, নজিবুল্লাহ জদরান।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ