ঢাকা, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

এল ক্লাসিকো : পরিসংখ্যানে রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ২৮ ১৭:২৩:৪৮
এল ক্লাসিকো : পরিসংখ্যানে রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনা

দুই দলের মাঠের লড়াই উপভোগ করা আগে দেখে নিন এল ক্লাসিকোর খুঁটিনাটিঃ

দুই দলের মোট ট্রফি : রিয়াল ৮৪, বার্সা ৮৫

ব্যালন ডি’অর : রিয়ালের পক্ষে ১০টি, বার্সার পক্ষে ১১টি

মোট ম্যাচ (অফিশিয়াল): ২৩৮

বার্সার জয়: ৯৩

রিয়ালের জয়: ৯৫

ড্র: ৫০

লা লিগায় মুখোমুখি : ১৭৭ বার

বার্সার জয় : ৭০

রিয়ালের জয় : ৭২

ড্র : ৩৫

কোপা দেল রে’তে ৩৩ ম্যাচের ১৪টিতে জিতেছে বার্সা, রিয়াল জিতেছে ১২টি। সুপার কাপে ১৪ ম্যাচে রিয়ালের জয় ৮টিতে, বার্সার ৪টি। চ্যাম্পিয়ন্স লিগে ৮ বার মুখোমুখি হয়েছে দু’দল। তিনটিতে জিতেছে রিয়াল, বার্সা দুটিতে আর তিনটি ম্যাচ হয়েছে ড্র।

এছাড়া ৩৪টি প্রীতি ম্যাচ খেলেছে বার্সা-রিয়াল। অবিশ্বাস্য হলেও সত্য প্রীতি ম্যাচে বার্সার ২০ জয়ের বিপরীতে রিয়াল জিতেছে মাত্র ৪টি!

রিয়ালের সবচেয়ে বড় জয় ১১-১ ব্যবধানে। ১৯ জুন ১৯৪৩ সালে কোপা দেল রে’র ম্যাচে বার্সাকে গোলবন্যায় ভাসায় লস-ব্লাঙ্কোসরা।

বার্সেলোনা সবচেয়ে বড় জয়টি পায় ১৯৫০ সালে লা লিগার ম্যাচে। সেবার রিয়ালকে ৭-২ গোলে বিধ্বস্ত করে ব্লুগ্রেনারা।

এল ক্লাসিকোতে সবচেয়ে বেশি গোল করেছেন লিওনেল মেসি (২৬)। ১৮ গোল নিয়ে যৌথভাবে দুই নম্বরে আছেন মেসির স্বদেশী আলফ্রেডো ডি স্টেফানো আর পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো।

২০০৭ সালের পর এবারই প্রথম লা লিগায় মেসি-রোনালদোর দুজনের কাউকে দেখা যাবে না। গত মে মাসে ন্যু ক্যাম্পে শেষবারের মত মুখোমুখি হয়েছিলেন তারা। ওই ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছিল।

তথ্যসূত্র: গোলডটকম

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ