ঢাকা, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

সৌম্যর চুমুর পিছনে রহস্য কি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ২৮ ১৭:২১:১৮
সৌম্যর চুমুর পিছনে রহস্য কি

সৌম্যর মা ননিতা সরকার হঠাৎ লক্ষ্য করেন তার ছেলে ইদানীং কালো রিস্ট ব্যান্ডটা পরে খেলেন না। ছেলেকে তাই প্রশ্নটা করে বসেন, ‘কী ব্যাপার, তুমি এখন আর কালো ব্যান্ড পরে খেলো না কেন?’ আর তারপর আদেশের সুরে বলেন, ‘পরের ম্যাচ থেকে কালো রিস্ট ব্যান্ডটা পরেই খেলবে।’

সৌম্যও ব্যাপারটা নিয়ে বেশ কিছুক্ষণ ভাবলেন। আসলে মনে অনেক সংস্কার কাজ করে সৌম্যর মার। সৌম্যর মা খেয়াল করেছেন, ছেলে কালো ব্যান্ড পরলেই দুর্দান্ত খেলে। ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে অপরাজিত ১২৭ রান, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ জেতানো দুটি ম্যাচে অসাধারণ খেলেছেন কালো রিস্ট ব্যান্ড পরেই।

মায়ের আদেশ শুনে হাসলেও আদেশটি ভালোভাবেই মেনেছেন তিনি। বিসিবি একাদশের হয়ে প্রস্তুতি ম্যাচে যখন সেঞ্চুরি করলেন, তখন তার হাতে ছিলো রিস্ট ব্যান্ড। আবার সেই কালো ব্যান্ড পরেই জিম্বাবুয়ের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি করেন। অনেক দিন পর যেন সৌম্য ডানা মেলে ওড়ার সুযোগ পান। উদ্‌যাপনের সময় সৌম্য চুমু খান ডান হাতের কালো রিস্ট ব্যান্ডে। ওখানেই যে মায়ের আশীর্বাদ! ‘মা বলার পর ভাবলাম, তিনি যখন বললেন আবার পরে খেলব। হয়তো সংস্কার বলবেন, কিন্তু আমি এটিকে মায়ের আশীর্বাদ হিসেবে দেখছি’—বলছিলেন সৌম্য।

বহুদিন পর ফিরে পাওয়া ছন্দ দরে রাখতে এখন সব করতে রাজি সৌম্য।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ