ঢাকা, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

তাসকিন, মোসাদ্দেক, এনামুল হক বিজয়,সোহাগ গাজীরা যে দল পেলেন

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ২৮ ১৫:০৮:৩২
তাসকিন, মোসাদ্দেক, এনামুল হক বিজয়,সোহাগ গাজীরা যে দল পেলেন

এখন পর্যন্ত নিশ্চিত হওয়া বিপিএলে দেশী এবং বিদেশী ক্রিকেটার তালিকা

ঢাকা ডায়নামাইটস

দেশি ক্রিকেটার : সাকিব আল হাসান, রুবেল হোসেন, নুরুল হাসান সোহান,

বিদেশি ক্রিকেটার : আন্দ্রে রাসেল (ওয়েস্ট ইন্ডিজ), সুনিল নারিন (ওয়েস্ট ইন্ডিজ),কাইরন পোলার্ড (ওয়েস্ট ইন্ডিজ), রোভম্যান পাওয়েল (ওয়েস্ট ইন্ডিজ)

রংপুর রাইডার্স

দেশি ক্রিকেটার : মাশরাফি বিন মোর্তজা, মোহাম্মদ মিঠুন, নাজমুল ইসলাম অপু, শফিউল ইসলাম, সোহাগ গাজী

বিদেশি ক্রিকেটার : এলেক্স হেলস (ইংল্যান্ড), এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা), ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ)।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স

দেশি ক্রিকেটার : তামিম ইকবাল, ইমরুল কায়েস, মোহাম্মদ সাইফুদ্দিন, আবু হায়দার রনি, আনামুল হক বিজয়,

বিদেশি ক্রিকেটার : লিয়াম ডসন (ইংল্যান্ড), আসেলা গুনারাত্নে (শ্রীলংকা), শোয়েব মালিক (পাকিস্তান)।

খুলনা টাইটান্স

দেশি ক্রিকেটার : মাহমুদুল্লাহ রিয়াদ, আরিফুল হক, নাজমুল হাসান শান্ত, জহুরুল ইসলাম, শরিফুল ইসলাম,

বিদেশি ক্রিকেটার : ডেভিড মালান (ইংল্যান্ড), ডুইক রিগোরি (ইংল্যান্ড), কার্লোস ব্রাথওয়েট (ওয়েস্ট ইন্ডিজ)।

সিলেট সিক্সার্স

দেশি ক্রিকেটার : নাসির হোসেন, সাব্বির রহমান, লিটন কুমার, আফিফ হোসেন, তাসকিন আহমেদ,

বিদেশি ক্রিকেটার : সন্দীপ লামিচানে(নেপাল),সোহেল তানভীর (পাকিস্তান), ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)

চিটাগাং ভাইকিংস

দেশি ক্রিকেটার : মুশফিকুর রহিম, সঞ্জামুল ইসলাম, মোসাদ্দেক হোসেন, আবু জাহেদ রাহি,

বিদেশি ক্রিকেটার : রবি ফ্রাইনিক (দক্ষিণ আফ্রিকা), আহমেদ শেহজাদ (আফগানিস্তান), সিকান্দার রাজা(জিম্বাবুয়ে)।

রাজশাহী কিংস

দেশি ক্রিকেটার : মোস্তাফিজুর রহমান, মমিনুল হক, মেহেদি হাসান মিরাজ, জাকির হোসেন, সৌম্য সরকার, ফজলে মাহমুদ রাব্বি,

বিদেশি ক্রিকেটার : ক্রিস্টিয়ান ইয়োকনার (দক্ষিণ আফ্রিকা), কায়েস আহমেদ (আফগানিস্তান)

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ