ঢাকা, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

অলরাউন্ডার ডাইনামাইটস সাকিবের ঢাকা ডাইনামাইটসে,দেখেনিন কে কে আছে

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ২৮ ১৪:১৭:১৭
অলরাউন্ডার ডাইনামাইটস সাকিবের ঢাকা ডাইনামাইটসে,দেখেনিন কে কে আছে

আসন্ন আসরকে সামনে রেখে দলগুলো এরই মধ্যে ভিড়িয়েছে বেশ কয়েকজন বিদেশী ক্রিকেটারকে। পিছিয়ে নেই গত বছরের রানর্সআপ হওয়া সাকিবের ঢাকাও। ইতোমধ্যে ঢাকা ডাইনামাইটসের ফ্রাঞ্চাইজি কতৃপক্ষ আগেই ধরে রেখেছে তাদের আইকন ক্রিকেটার দেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে।

সাকিবের সাথে আরো রেখেছেন ঢাকার হয়ে গত বছর খেলা ক্যারিবিয়ান তিন ক্রিকেটারকে। তারা হলেন অলরাউন্ডার সুনীল নারিন, অলরাউন্ডার রভম্যান পাওয়েল ও অলরাইন্ডার কাইরন পোলার্ডকে। ফলে নিলাম শুরুর আগেই চার অলরাউন্ডার যুক্ত আছে ঢাকা ডাইনামাইটসে। যা এখন পর্যন্ত নেই অন্য কোনো দলে।

নিলামের আগে নতুন করে চুক্তি করা হয় আফগানিস্তানের তরুণ হযরতউল্লাহ জাজাইয়ের সাথে। জাজাইতো বর্তমান বিশ্বের নতুন ত্রাস। সদ্য শেষ হওয়া আফগানিস্তান প্রিমিয়ার লিগে (এপিএল) কি চমক না দেখালেন। ২০ বছরের এই আফগান তুর্কি ৬ বলে ৬ ছক্কার পাশাপাশি ১২ বলে অর্ধশতক হাঁকিয়ে ক্রিকেট রেকর্ড বইয়ে নাম লেখালেন। তাকেই ভিড়ালেন ঢাকা। যা সাকিবের দলের জন্য বড় পাওয়াও বটে। এখন সবাই অপেক্ষা গেইল ঝড় নয়, জাজাই ঝড় দেখার জন্য।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ