ঢাকা, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

বিপিএলে মুশফিক নিজের দাম হাঁকালেন আকাশছোঁয়া; পেলেননা দলও

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ২৮ ১২:৪২:৫২
বিপিএলে মুশফিক নিজের দাম হাঁকালেন আকাশছোঁয়া; পেলেননা দলও

পুরোনো ফ্রাঞ্চাইজি তাকে ছেড়ে দেয়ার পর সংশয় সৃষ্টি হয় দল পাওয়া নিয়ে । মাঝে চিটাগাং খেলতে না চাইলেও ফিরে আসার পর সেদলের হয়েই খেলার কথা চলছিল ক্রিকেট পাড়ায়। কিন্তু মুশফিক নিজের দাম হাঁকিয়ে বসেন ১ কোটি ২০ লক্ষ টাকা । যা দিতে রাজি হয়নি চিটাগাং ভাইকিংস। তারা সর্বোচ্চ ৮০ হাজার দিতে চাইলেও তাতে রাজি না হওয়ায় দল বঞ্চিতই থাকেন তিনি।

এ ব্যাপারে ক্ষোভ প্রকাশ করেছেন মিনহাজুল আবেদিন নান্নুও। তিনি বলেন আজকের ড্রাফটে মুশফিকের মূল্য সর্বোচ্চ ৬০ লাখ। সেখানে দ্বিগুন দাবি করাটা অযৌক্তিক। তাদের ৮০ লাখের প্রস্তাবে না মানায়ও ক্ষোভ তার।

তাই আজ মাত্র ৬০ লাখে প্লে ড্রাফটে অংশগ্রহণ করতে হচ্ছে তাকে। শুধুমাত্র উচ্চাভিসাষীতার কারনেই।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ