ঢাকা, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

বিপিএলে প্লেয়ায় ক্যাটাগরি প্রকাশ, দেখে নিন কোন ক্যাটাগরিতে কে রয়েছেন

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ২৮ ০০:১৮:৫৫
বিপিএলে প্লেয়ায় ক্যাটাগরি প্রকাশ, দেখে নিন কোন ক্যাটাগরিতে কে রয়েছেন

মোট ১৫৫ জন বাংলাদেশি ক্রিকেটারকে এই ড্রাফটে তালিকাভুক্ত করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। ছয়টি ক্যাটাগরিতে তাদের ভাগ করা হয়েছে। ‘এ+’, ‘এ’, ‘বি’, ‘সি’, ‘ডি’ ও ‘ই’ এই ছয় ক্যাটাগরির ওপর ভিত্তি করেই নির্ধারণ করা হয়েছে খেলোয়াড়দের মুল্য তালিকা।

আসন্ন এই প্লেয়ার্স ড্রাফটে ৩৬৫ জন বিদেশী ক্রিকেটারকে রাখা হয়েছে। যারা আগ্রহ প্রকাশ করেছেন বিপিএলের আগামী আসরে খেলার ব্যাপারে। প্লেয়ার্স ড্রাফটে সবচেয়ে বেশি ঠাঁই পেয়েছেন ইংল্যান্ডের ক্রিকেটাররা।

এবারে গ্রেডিংয়ে ‘এ+’ ক্যাটাগরিতে আছেন শুধু মুশফিকুর রহিম। তাঁর ভিত্তি মূল্য ধরা হয়েছে ৪০-৬০ লাখ টাকা।

‘এ’ ক্যাটাগরিতে রয়েছে সাতজন ক্রিকেটার। তারা হলেন এনামুল হক বিজয়, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, আবু হায়দার রনি, আবু জায়েদ রাহি, শফিউল ইসলাম ও রুবেল হোসেন। তাঁদের ভিত্তি মূল্য ধরা হয়েছে ২৫ লাখ টাকা।

‘বি’ ক্যাটাগরিতে আছেন ১৭ জন ক্রিকেটার। তারা হল, শুভাগত হোম, শাহরিয়ার নাফিস, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম, নুরুল হাসান সোহান, আব্দুর রাজ্জাক, ও নিষেধাজ্ঞা কাটিয়ে ওঠা মোহাম্মদ আশরাফুলসহ ১৭ জন। তাঁদের ভিত্তি মূল্য ধরা হয়েছে ১৮ লাখ টাকা।

‘সি’ ক্যাটাগরিতে থাকা খেলোয়াড়দের মূল্য ধরা হয়েছে ১২ লাখ, ‘ডি’ তে থাকা ক্রিকেটারদের মূল্য ধরা হয়েছে ৮ লাখ এবং সর্বশেষ ‘ই’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারের গ্রেডিং ৫ লাখ টাকা মূল্য নির্ধারণ করা হয়েছে।

এ ক্যাটাগরিঃ সৌম্য সরকার, আবু হায়দার রনি, এনামুল হক বিজয়, শফিউল ইসলাম, মোসাদ্দেক হোসেন, আবু জায়েদ রাহী ও রুবেল হোসেন।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ