ঢাকা, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

দুই সময়ের দুই হতভাগা ক্রিকেটার, এবারো কি হারিয়ে যাবেন ইমরুল

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ২৭ ২০:১৩:৫৫
দুই সময়ের দুই হতভাগা ক্রিকেটার, এবারো কি হারিয়ে যাবেন ইমরুল

আর এদের কাঁধে সওয়ার হয়ে দল বিপদ কাটিয়ে উঠলেই এরা আবার কোন অদৃশ্য কারণে দল থেকে বাদ পরে যায়।

নাজমুলের ক্যারিয়ার এর শেষ ম্যাচে তার পারফরমেন্স ছিলো ১০ ওভারে ৩ মেইডেন সহ ৩০ রানে ৪ উইকেট। তবে আশ্চর্যের বিষয় তার পরের সিরিজে ছিল না এই পেসার।

আর ইমরুল, যখন তামিম, সৌম্য, লিটন কিংবা হালের নাজিমুদ্দিন কাউকে দিয়েই কিছু হচ্ছে না, তখনই ডাক পান তিনি। ২-৩ ম্যাচ খেলেন, তারপর আবার অদৃশ্য।

এবারো তেমনি দলের দুর্যোগে ডাক পেয়ে নিজেকে প্রমাণ করে দিয়েছেন ইমরুল কায়েস। এমনকি তামিম ইকবালকেও টপকে গেছেন জিম্বাবুয়ে সিরিজে।

তবে ইমরুল ভক্তরা এবারো শঙ্কায় যদি কোন অজানা কারনে অদৃশ্য হয়ে যায় ইমরুল কায়েস…!

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ