ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১

স্বামীকে নিয়ে মাহিয়া মাহির সেরা জন্মদিন

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ২৭ ১৯:৪৯:৫৭
স্বামীকে নিয়ে মাহিয়া মাহির সেরা জন্মদিন

আজ মাহির জন্মদিন। ২৭ অক্টোবর রাজশাহীতে জন্মগ্রহণ করেন তিনি। বাবা মায়ের আদরের মেয়ে মাহি ছোটবেলা থেকেই সংস্কৃতির বলয়ে নিজেকে সম্পৃক্ত করেন। তারই বিকাশ ঘটে ২০১২ সালে, চলচ্চিত্রের নাম লিখিয়ে। মাহি জানালেন, তার জীবনের সেরা জন্মদিনটি কাটালেন এবার। ২৭ অক্টোবর রাত বারোটার পরেই ঘরুয়া আয়োজনে কেক কেক কেটেছেন তিনি। স্বামী অপু, পরিবারের সদস্যসহ অনেক বন্ধবান্ধবের সঙ্গে দেখা যাচ্ছে মাহিকে।

জন্মদিনের একগুচ্ছ ছবি পোস্ট করেছেন মাহি। কয়েকটি ছবিতে দেখা যাচ্ছে সেলাই মেশিনের কাপড় সেলাই করছেন মাহি। উপহার পাওয়া ফুল হাতেও দেখা যাচ্ছে কয়েকটি ছবিতে। এরমধ্যে আছে কেক কাটার ছবিও। সবমিলিয়ে বোঝা যাচ্ছে ঘরুয়া আয়োজন হলেও বেশ জমকালো কাটছে মাহির এবারের জন্মদিন।

প্রসঙ্গত, ৬ বছরের ক্যারিয়ারে মাহি অর্জন করেছেন বিপুল জনপ্রিয়তা। মাহি বর্তমানে বাংলাদেশের সর্বাধিক পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী। একে একে মাহি উপহার দিয়েছেন অন্যরকম ভালোবাসা, পোড়ামন, ভালোবাসা আজকাল, তবুও ভালোবাসা, অনেক সাধের ময়না, অগ্নি, অগ্নি ২, রোমিও বনাম জুলিয়েট, কৃষ্ণপক্ষ, দেশা দ্য লিডার ও ঢাকা অ্যাটাক'র মতো সফল চলচ্চিত্র।

২০১৬ সালের ২৪ মে সিলেটের ব্যবসায়ী মাহমুদ পারভেজ অপুকে বিয়ে করেন মাহি। সবশেষ মাহি অভিনীত ‘জান্নাত’ ছবিটি প্রেক্ষাগৃহে দর্শকরা দেখেছেন। মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন সাইমন সাদিক।

বর্তমানে একই নির্মাতার ‘আনন্দ্র অশ্রু’ নামে একটি ছবিতে অভিনয় করছেন মাহি। এছাড়া তার ‘অন্ধকার জগত’ নামে একটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। এ ছবিতে মাহির বিপরীতে অভিনয় করেছেন ডি এ তায়েব।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে