ঢাকা, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

যে কারনে আফ্রিদিকে বুকে জড়িয়ে নিলেন গম্ভীর

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ২৭ ১৬:৩৯:৩৭
যে কারনে আফ্রিদিকে বুকে জড়িয়ে নিলেন গম্ভীর

গৌতম গম্ভীর সেটাই বোঝালেন। এমনিতে সোশ্যাল মিডিয়ায় গোতি বেশ সচল। দেশ ও দেশের বাইরে হালফিলের বিভিন্ন ঘটনা নিয়েও গম্ভীর সবসময় অবগত থাকেন। সেক্ষেত্রে এদেশে ঘটে যাওয়া প্রতিটা ঘটনা নিয়ে কে, কী মন্তব্য করছেন বা অবস্থানে রয়েছেন সে সম্পর্কে খোঁজ রাখেন গোতি। তাই অমৃতসরের ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর পাকিস্তানের শাহিদ আফ্রিদির টুইট তাঁর নজর এড়ায়নি। আর সেই টুইট-এর জন্য শত্রু আফ্রিদিকে তিনি বুকে টেনে নিতেও রাজি।

মাঠে একাধিকবার গম্ভীরের সঙ্গে বচসায় জড়িয়েছেন আফ্রিদি। দুজনের মধ্যে বিবাদ এক-এক সময় লাগামছাড়া অবস্থাতেও পৌঁছেছে। শেষ পর্যন্ত আম্পায়ার ও দুই দলের ক্রিকেটারদের তত্পরতায় দুজনের মাঝে উত্তপ্ত পরিস্থিতি মিটেছে বারবার। মাঠের বাইরেও দুজনের লড়াই গড়িয়েছে বহুবার।

আর সেসব ঘটনার কথা গম্ভীর নিজেও স্বীকার করে নিলেন। টুইটে লিখলেন, আমার সঙ্গে আফ্রিদির সম্পর্কের প্রচুর ইতিহাস রয়েছে। কিন্তু অমৃতসর ট্রেন দুর্ঘটনার পর ও যেভাবে শোকজ্ঞাপন করেছে তার জন্য ওকে কুর্ণিশ জানাচ্ছি। শোকের সময় পাশে থাকার জন্য আফ্রিদিকে ধন্যবাদ।

উল্লেখ্য, অমৃতসরে ট্রেন দুর্ঘটনার পরই আফ্রিদি টুইট করে শোকজ্ঞাপন করেছিলেন। লিখেছিলেন, 'ট্র্যাজিক ঘটনা। নিহতদের পরিবারের জন্য আমার সমবেদনা। ঈশ্বর ওনাদের এত বড় শোক সামলে ওঠার শক্তি দিন।' অমৃতসরের দুর্ঘটনার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানও শোকজ্ঞাপন করেছিলেন।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ