ঢাকা, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

যাযাবর ক্রিকেটার সৌম্য সরকার

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ২৭ ১৫:২১:০০
যাযাবর ক্রিকেটার সৌম্য সরকার

সেখান থেকেই শুরু, পুরো অক্টোবর মাস জুড়ে সৌম্য এক ভেন্যু থেকে আরেক ভেন্যুতে সফর করেছেন। সেঞ্চুরি করেছেন, মিডিয়াম পেস বোলিংয়ে উইকেট নিয়েছেন।

১ অক্টোবর থেকে টানা তিনটি চার দিনের ম্যাচ খেলেছেন সৌম্য সরকার। এনসিএলে খুলনার হয়ে চলতি মৌসুমের প্রথম তিন ম্যাচে একটি সেঞ্চুরি ও দুটি ফিফটি হাঁকিয়েছিলেন তিনি।

বল হাতে মিডিয়াম পেস বোলিংয়ে এক ইনিংসে নিয়েছেন পাঁচ উইকেটও। এনসিএলে খুলনার হয়ে এক ভেন্যু থেকে আরেক ভেন্যুতে তিনটি চার দিনের ম্যাচ খেলতে খেলতেই পূজার ছুটি চলে এসেছিল।

১৮ তারিখ খুলনায় ম্যাচ শেষ করে দেশের বাড়ি ফেরার কথা ছিল তাঁর। কিন্তু পেশাদার ক্রিকেটারের জীবন সহজ নয়, চার দিনের ম্যাচ শেষ হতে না হতেও বিসিবি একাদশের হয়ে জিম্বাবুয়ের বিপক্ষে বিকেএসপির মাঠে প্রস্তুতি ম্যাচ খেলার ডাক পড়ে, তাও আবার ঠিক পরের দিন!

অগত্যা ব্যাগ গুছিয়ে বাড়ির পথে না হেঁটে ঢাকার পথ ধরতে হয় সৌম্যকে। সারা রাত সফর করে পরের দিন বিসিবি একাদশের হয়ে করলেন লিস্ট 'এ' সেঞ্চুরি, ১০২ রানের অপরাজিত ইনিংসে।

১৯ তারিখের ম্যাচ শেষ করে ফের এনসিএলে যোগ দিলেন দুই দিন পরেই। সেখানেও হাঁকালেন ৬৬ রানের ইনিংস। খুলনার মাঠে এনসিএলের ম্যাচ শেষ হতে না হতেই আবার চট্রগ্রামের বিমান ধরতে হয় সৌম্যর।

কারণ জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ওয়ানডে ম্যাচের জন্য ডাকা হয়েছে তাঁকে! আবার সফর করলেন, টিম হোটেলে যোগ দিয়েই এক রাতের বিশ্রামের পর এক দিনের অনুশীলন করে খেললেন আন্তর্জাতিক ক্রিকেট!

ব্যাট হাতে দলীয় শুন্য রানের সময় ব্যাট করতে নেমে ১২৩ স্ট্রাইক রেটে খেললেন ক্যারিয়ারের অন্যতম সেরা ইনিংস।

কখনো ঘরোয়া ক্রিকেটে, কখনো আন্তর্জাতিক ক্রিকেটে, চলতি মাসের ১ তারিখ থেকে ২৬ তারিখ পর্যন্ত খেলা ছয় ম্যাচে (এনসিএল, প্রস্তুতি ম্যাচ ও আন্তর্জাতিক ক্রিকেট) সব মিলিয়ে সেঞ্চুরি করেছেন তিনটি, ফিফটি আছে তিনটি।

সৌম্যর অক্টোবর মাস এখনই শেষ হচ্ছে না। চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ শেষ করেই বরিশালের উদ্দেশ্যে রওনা দিবেন এই বাঁহাতি টপ অর্ডার ব্যাটসম্যান।

'এখন ব্যাগ গুছানোই থাকে (হাসি)। অলরেডি গুছানো, বরিশাল যেতে হবে। ভালোই হচ্ছে যে খেলার মধ্যে আছি। একটা ভাল দিন গেল আজ, কাল হয়তো সেই আত্মবিশ্বাসটা কাজে দিবে,' বলছিলেন সৌম্য সরকার।

'এখন আর নার্ভাসনেস কাজ করে না। হয়তো একটু সাময়িকভাবে মনে হয় জার্নিটা বেশি হয়ে যাচ্ছে, আবার কাল খেলা। একটা দিন আবার বিশ্রাম নিলে ঠিক হয়ে যায়। কাজ তো খেলা, খেলতেই হবে।'

মাস জুড়ে ব্যস্ত ক্রিকেট সূচিতে থাকা সৌম্য এখন সফর ক্লান্তির সাথে মানিয়ে নিয়েই খেলতে অভ্যস্ত। কে জানে, সাম্প্রতিক সময়ে সৌম্যর ধারাবাহিক পারফর্মেন্স জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট দলের দুয়ার খুলে দিতেও পারে!

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ