ঢাকা, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

ইমরুলের সামনে কেবল কোহলি আর তামিম

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ২৭ ১৫:১৫:২৮
ইমরুলের সামনে কেবল কোহলি আর তামিম

এখন পর্যন্ত চলতি বছর মোট ছয়টি ওয়ানডে খেলা ইমরুল ৮৬.৪০ গড়ে সংগ্রহ করেছেন ৪৩২ রান। যেখানে রয়েছে দুটি শতক এবং সমান সংখ্যক অর্ধশতক। ইমরুলের উপরে রয়েছেন তাঁরই স্বদেশী ব্যাটসম্যান তামিম ইকবাল ও ভারতীয় অধিনায়ক ভিরাট কোহলি।

অথচ এই ইমরুল কায়েস ছিলেন না বাংলাদেশ ওয়ানডে দলের ভাবনায়। গত বছর অক্টোবর মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের পর তাঁকে আর এই ফরম্যাটে দেখা যায়নি।

এরপর চলতি বছরের সেপ্টেম্বরে দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়াকাপের মাঝ পথে হুট করেই দলে ডাক পান তিনি। মূলত অনেকটা তারুণ্য নির্ভর ব্যাটিং লাইনআপের শক্তি বাড়াতেই দলে নেয়া হয়েছিল তাঁকে।

আর দলে ফিরেই ব্যাটের ঝলক দেখান ৩১ বছর বয়সী এই ক্রিকেটার। আফগানিস্তানের বিপক্ষে বাঁচা মরার ম্যাচে ব্যাট হাতে খেলেন হার না মানা ৭২ রানের ইনিংস।

সেই পারফর্মেন্সের সুবাদেই পরবর্তীতে সুযোগ মেলে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে। সেই সুযোগ ষোলআনা লুফে নেন ইমরুল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দুই শতক এক অর্ধশতকে করেন ৩৪৯ রান।

উল্লেখ্য সেরা গড়ধারী ব্যাটসম্যানদের এই তালিকায় সবার উপরে থাকা কোহলি ১১টি ম্যাচ খেলে অবিশ্বাস্য ১৪৯.৪২ গড়ে করেছেন ১০৪৬ রান। ধরা ছোঁয়ার বাইরে থাকা বর্তমান বিশ্বের অন্যতম সেরা এই ব্যাটসম্যান এরই মাঝে হাঁকিয়েছেন পাঁচটি শতক ও তিনটি অর্ধশতক।

কোহলির পরেই অবস্থান ওপেনার তামিম ইকবালের। চলতি বছর ইনজুরিতে পড়া এই ক্রিকেটার খেলতে পারেননি এশিয়া কাপ ও ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে। সব মিলিয়ে ইনজুরিতে পড়ার আগে খেলেছেন নয়টি ম্যাচ। আর তাতেই ধারাবাহিকতার প্রতীক হয়ে রান করে গেছেন। নয় ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে ৯০.১৬ গড়ে ৫৪১ রান। যেখানে তাঁর রয়েছে দুটি শতক ও চারটি অর্ধশতক।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ