ঢাকা, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

পঞ্চপাণ্ডবহীন এক বাংলাওয়াশের ম্যাচে যত রেকর্ড

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ২৭ ১৫:১৩:১০
পঞ্চপাণ্ডবহীন এক বাংলাওয়াশের ম্যাচে যত রেকর্ড

সিরিজের শুরু থেকেই দুর্দান্ত খেলে ইতিহাসের পাতায় নিজের জায়গাটা পাকা করে ফেলেছেন ইমরুল কায়েস। ছাড়িয়ে গেছেন তামিমের রেকর্ড। সেই সাথে অবেহালার কড়া বার্তাও দিয়েছেন তিনি। তবে এ ম্যাচে হয়েছে বেশ কয়েকটি রেকর্ড।

একনজরে দেখেনিন রেকর্ডগুলোঃ* ইমরুল-সৌম্যর ২২০ রানের জুটি বাংলাদেশের মাটিতে সর্বোচ্চ।* সবমিলিয়ে ২য় সর্বোচ্চ রানের জুটি। প্রথমটি সাকিব-রিয়াদের ২২৪ রানের।* দ্বিপাক্ষিক সিরিজে তামিমের রেকর্ড ভাঙলেন ইমরুল কায়েস। পাকিস্তানের বিপক্ষে তামিম করেছিলেন ৩১২, ইমরুলের ৩৪৯।* তৃতীয়বারের মতো এক ম্যাচে দুটো সেঞ্চুরি ইনিংস পেল বাংলাদেশ। এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে সাকিব-রিয়াদ আর পাকিস্তানের বিপক্ষে তামিম-মুশফিক সেঞ্চুরি হাঁকিয়েছিলেন।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ