ঢাকা, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

ব্যাগ ‘গোছানো’ই থাকে সৌম্যর

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ২৭ ১৫:১১:৫৫
ব্যাগ ‘গোছানো’ই থাকে সৌম্যর

জাতীয় ক্রিকেট লিগ আর প্রস্তুতি ম্যাচে ভালো করার সুবাদে জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় বা শেষ ওয়ানডেতে ডাক পেলেন তিনি। অভিষেকে ফজলে রাব্বির টানা ২ম্যাচে “০” করায় তাকে পেছনে ফেলে স্কোয়াডে সৌম্য। একাদশে থেকে তিন নম্বার পজিশনে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত এক শতক হাঁকান এই ব্যাটসম্যান। অথচ সৌম্য নেই আসন্ন টেস্ট সিরিজের স্কোয়াডেই।

ওয়ানডে সিরিজ শেষে সংবাদ সম্মেলনে সৌম্য বলেন, ‘এখন ব্যাগ গুছানোই থাকে। অলরেডি গোছানো আছে, বরিশাল যেতে হবে।’

এছাড়া তিনি আরও বলেন, ‘প্রস্তুতি ম্যাচে তো সবাইকে আমার দেখানোর দরকার ছিল। ওই সব ম্যাচ মানুষ দেখে না। কিন্তু আজকের ম্যাচ সবাই দেখেছে। ভালোই হচ্ছে যে খেলার মধ্যে আছি। একটা ভালো দিন গেল আজ, কাল হয়তো সেই আত্মবিশ্বাসটা কাজে দিবে।’

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ