ঢাকা, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

সিরিজ জয়ের পর ড্রেসিং রুম থেকে মুশফিকের ছেলে্র জন্য যে উপহার

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ২৭ ১৪:২৬:০১
সিরিজ জয়ের পর ড্রেসিং রুম থেকে মুশফিকের ছেলে্র জন্য যে উপহার

নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এমনটাই জানালেন জাতীয় দলের নির্ভরযোগ্য উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিম। সঙ্গে সতীর্থদের স্বাক্ষর সম্বলিত স্মারক প্ল্যাকার্ড হাতে ছবিও পোস্ট করেছেন তিনি।

মুশফিকের ফেসবুক পোস্টে প্রকাশ করা ছবিতে দেখা যায়, তার ছেলে মায়ানের ছবি সম্বলিত একটি প্ল্যাকার্ড হাতে হাসিমুখে দাঁড়িয়ে মুশফিক। প্ল্যাকার্ডে মায়ানের ছবির পাশে টাইগার সতীর্থদের স্বাক্ষর আর নিচে লেখা- ‘মুশফিকুর রহিম, আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রান। শাহরোজ রহিম মায়ানকে উৎসর্গ করছি আমাদের উদযাপন।’

ছবির ক্যাপশনে মুশফিক লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ্‌ এবং আমার সকল সতীর্থদের এমন অসাধারণ বহিঃপ্রকাশের জন্য ধন্যবাদ…অসাধারণ সিরিজ জয়…বিশেষ অভিনন্দন ইমরুল ও সৌম্য…ইনশাল্লাহ আমরা টেস্ট সিরিজও জিতব…জাজাকাল্লাহ খায়ের।’

প্রসঙ্গত, চলতি বছরের ৫ ফেব্রুয়ারি রাজধানীর স্কয়ার হাসপাতালে পৃথিবীর আলো দেখে ‘মুশফিক জুনিয়র’।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ