ঢাকা, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করে র্যাংকিংয়ে যে উন্নতি করল বাংলাদেশ দল

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ২৭ ১২:৫৭:৩১
জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করে র্যাংকিংয়ে যে উন্নতি করল বাংলাদেশ দল

২০১৪ সালে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ও ২০১৫ সালে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পর এবার তাদের তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করল মাশরাফি বিন মুর্তজার দল। টেস্টেও জিম্বাবুয়েকে সর্বশেষ সিরিজে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। শুক্রবার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশ জয় পায় সাত উইকেটে।

জিম্বাবুয়ের দেয়া ২৮৭ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে সৌম্য সরকার ও ইমরুল কায়েসের সেঞ্চুরির সুবাদে ৪২.১ ওভারে সাত উইকেট হাতে রেখে ম্যাচ জিতে নেয় টাইগাররা। এর আগে সিরিজের প্রথম ম্যাচে ২৮ রানে ও দ্বিতীয় ম্যাচে সাত উইকেটে জয় পেয়েছিল বাংলাদেশ। এই সিরিজ জয়ের ফলে ওয়ানডে রেংকিং এ ১ রেটিং পয়েন্ট যোগ হয়েছে বাংলাদেশের।ছবি : ইএসপিএন ক্রিকইনফো

সিরিজ শুরুর আগে বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল ৯৩। ১ পয়েন্ট যোগ হয়ে বাংলাদেশের বর্তমান পয়েন্ট ৯৪। ৯৪ রেটিং পয়েন্ট নিয়ে ৭ নম্বরে অবস্থান করছে বাংলাদেশ দল। বাংলাদেশের উপরে ১০০ রেটিং পয়েন্ট ষষ্ঠ স্থানে অবস্থান করছে ক্রিকেট অস্ট্রেলিয়া এবং ১০১ রেটিং পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে অবস্থান করছে পাকিস্তান। তবে বাংলাদেশের থেকে অনেক পিছনে রয়েছে শ্রীলঙ্কা। অষ্টম স্থানে থাকে এই দলের বর্তমান রেটিং পয়েন্ট ৭৯।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ