ঢাকা, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

আর ১১ রান করলে যে দুইটি বিশ্ব রেকর্ডের মালিক হতেন ইমরুল কায়েস

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ২৭ ১২:৫৫:৩৯
আর ১১ রান করলে যে দুইটি বিশ্ব রেকর্ডের মালিক হতেন ইমরুল কায়েস

তিন ম্যাচ সিরিজে বাংলাদেশের আর কোনো ব্যাটসম্যান এর আগে এত রান করেননি। এতদিন এই রেকর্ডটা ছিল তামিম ইকবালের দখলে। ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে দুই সেঞ্চুরি আর এক হাফসেঞ্চুরিতে ৩১২ রান (১১৬, ১৩২, ৬৪) করেছিলেন দেশসেরা এই ওপেনার।ছবি : ইএসপিএন ক্রিকইনফো

এ তো দেশের রেকর্ড।কিন্তু মাত্র এক এক গানের জন্য ইমরুল কায়েস ভাঙতে পারলেন না আরো দুটি বিশ্বরেকর্ড।ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০১৬ সালে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৩৬০ রান করে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের রান সংগ্রহের তালিকায় সবার উপরে রয়েছে পাকিস্তানের ব্যাটসম্যান বাবর আজম। মাত্র ১১ রানের জন্য এই রেকর্ড টি ভাঙতে পারেননি ইমরুল কায়েস।

আরও একটি বিরল রেকর্ড ভাঙ্গার সুযোগ ছিল তার সামনে। কাকতালীয়ভাবে সে রেকর্ডটিও বাবর আজমের। গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের সব ক’টা ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়ে ৩৬০ রানের রেকর্ড সৃষ্টি করেছেন তিনি। অর্থ্যাৎ, তিন ম্যাচের সিরিজে সব কটায় শতরান আর সবচেয়ে বেশি রানের দু’ দুটি বিশ্বরেকর্ড সৃষ্টিকারী ব্যাটসম্যান হচ্ছেন বাবর আজম।

এ সিরিজে ইমরুল সে সুযোগটা হাতছাড়া করলেন। গত ২৪ অক্টোবর দ্বিতীয় ম্যাচে নিশ্চিত সেঞ্চুরি হাতছাড়া না করলেই হয়ত আজ এই সাগরিকায় ইমরুলময় রাত হয়ে যেতো। তখন একজোড়া বিশ্ব রেকর্ডের স্রষ্টা বনে যেতেন তিনি। এরপর তিন ম্যাচের ওয়ানডে ক্রিকেট সিরিজ এলেই তার নাম উচ্চারিত হতো; কিন্তু ২৪ অক্টোবর সিরিজের দ্বিতীয় ম্যাচে ৯০ রানে আউট হয়ে সে সুযোগ হেলায় হারিয়েছেন ইমরুল।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ