ঢাকা, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

টপ অর্ডারের এই লড়াই দলের জন্য ভালঃ ইমরুল

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ২৭ ১২:১১:৫৮
টপ অর্ডারের এই লড়াই দলের জন্য ভালঃ ইমরুল

বাংলাদেশ দলের ওপেনার ইমরুল কায়েস এই প্রতিদ্বন্দ্বিতাকে দলের জন্য বেশ ভাল একটি লড়াই বলে মনে করছেন। এই লড়াইটা বিশ্বকাপ পর্যন্ত থাকলে এর ফল দারুণ সুমধুর হবে বলে মত ইমরুলের।

"আমি তামিমকে নিয়ে কথা বলব না। কোন সন্দেহ নেই সে বাংলাদেশের গ্রেট প্লেয়ার। আসলে কে কোথায় খেলবে এটা টিম ম্যানেজমেন্টই সিদ্ধান্ত নেবে। এটা তাদের বিষয়। আমাদের কাজটা আমরা যখন মাঠে নামি শতভাগ দেওয়ার চেষ্টা করি। পারফরম্যান্স করার চেষ্টা করি। তারপরও বাংলাদেশে এখন হয়ে গেছে হেলদি প্রতিযোগিতা আমি মনে করি। আমাদের দলের জন্য খুব ভাল। বিশ্বকাপ পর্যন্ত যদি আমরা এটা ধরে রাখতে পারি তাহলে বিশ্বকাপে ভাল একটা ফল আশা করা যায়। এর ভেতর থেকেই আমরা হয়ত ঘুরেফিরে খেলব। খেলতে ত হবে কাউকে না কাউকে।"

জিম্বাবুয়ের বিপক্ষে চলতি সিরিজে তিন ম্যাচে দুই সেঞ্চুরি ও এক অর্ধশতকে ৩৪৯ রান করেছেন ইমরুল। আরেক ওপেনার লিটন দাস চলতি সিরিজের দুই ম্যাচে ব্যর্থ হলেও দ্বিতীয় ওয়ানডেতে দারুণ এক অর্ধশতক হাঁকিয়েছেন। তাছাড়া এশিয়া কাপের ফাইনালে তার একটি সেঞ্চুরি ইনিংস ছিল।

আর সৌম্য তো দলে ফিরেই বাজিমাত করেছেন। প্রস্তুতি ম্যাচে দারুণ এক সেঞ্চুরি করে ভাল করার ইঙ্গিত দিয়েছিলেন। এরপর তৃতীয় ওয়ানডের দলে ডাক পেয়ে একাদশে ঢুকেই খেললেন ১১৭ রানের ইনিংস। ফলে বোঝাই যাচ্ছে আগামী সিরিজগুলোতে দল সাজাতে কতটা সমস্যায় পড়তে হবে নির্বাচকদের।

এদিকে, জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ওয়ানডে ম্যাচে সৌম্য সরকারের সাথে ২২০ রানের দারুণ এক জুটি গড়ে বাংলাদেশের বড় জয় নিশ্চিত করেছেন ইমরুল। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ইমরুল জানিয়েছেন সৌম্য একপ্রান্তে স্ট্রোকের ফুলঝুরি ছোটানোয় চাপ মুক্ত হয়ে ব্যাটিং করতে পেরেছেন তিনি।

"সৌম্যের সঙ্গে যখন ব্যাট করি নিজের খুব ভাল লাগে। কারণ ওর সঙ্গে ব্যাট করলে চাপ জিনিসটা থাকে না। ও অনেক স্ট্রোক খেলে। যারজন্য আমি এক পাশ থেকে যদি রান নাও করতে পারি তারপর দেখা যায় ও আরেক পাশ থেকে পুষিয়ে দেয়। তো যেটা তামিমের সঙ্গে হতো আমার তামিম অনেক স্ট্রোক খেলত। এইজন্য ভালো হয়েছে, আমাদের জুটি ভালো হয়েছে। রান রেট ভাল ছিল। যদিও ব্যাটসম্যানদের জন্য রান করা সহজ ছিল। সব মিলিয়ে এনজয় করেছি।"

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ