ঢাকা, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

কোথায় ছিলেন এই ইমরুল

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ২৭ ১১:০৩:৩৭
কোথায় ছিলেন এই ইমরুল

দুটি শতকের মাধ্যমে এক সিরিজে এখন পর্যন্ত ইমরুলের রান হয়েছে ৩৩৪। ৩৬০ রান করতে পারলে সেটা ক্রিকেট বিশ্বে তিন ম্যাচ সিরিজে সবচেয়ে বেশি রানের রোকর্ড গড়বেন ইমরুল। ৩৬০ নিয়ে এই রেকর্ড বর্তমানে দখলে রয়েছে পাকিস্তানের বাবর আজমের।

এদিকে, দুর্দান্ত খেলতে থাকা সেঞ্চুরিয়ান সৌম্য সরকার ম্যাচের ৩০তম ওভারে জিম্বাবুয়ের হ্যামিল্টন মাসাকাদজার বলে তিরিপানোর হাতে তালুবন্দি হয়ে সাজঘরে ফিরে গেছেন। একাদশে ফিরেই তিনি ৯২ বলে ৪ ছক্কা ও ৯ চারের ১১৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন।

দল থেকে বাদ পড়ার কষ্ট সৌম্য সরকার ভালো করেই জানেন। তাইতো জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ওয়ানডেতে ডাক দিয়ে নির্বাচকদের আস্থার প্রতিদান দিলেন তিনি, দুর্দান্ত শতক করে। মাত্র ৮১ বলে ক্যারিয়ারের দ্বিতীয় শতক তুলে নেন সৌম্য।

ইনিংসের প্রথম বলে লিটন দাসের বিদায়ের পর ইমরুল কায়েসের সঙ্গে সৌম্য সরকারের রেকর্ড ২২০ রানের গড়ে। এর আগে দ্বিতীয় উইকেট জুটিতে সর্বোচ্চ রান ছিল ২০৭, চলতি বছরেই করেছিলেন তামিম ইকবাল ও সাকিব আল হাসান।

এর আগে দলের খাতায় কোনো রান যোগ করার আগে ফিরে যান ওপেনার লিটন কুমার দাস। জারভিসের বলে এলবিডব্লিউ হন তিনি।

প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩৮.৩ ওভারে ২৭১/২। ইমরুল কায়েস ১১৪ ও মুশফিকুর রহীম ১৯ রানে ব্যাট করছেন।

এর আগে টস হেরে জিম্বাবুয়ে ৫ উইকেটে ২৮৬ রান করে। দলের এই পুঁজি গড়তে বড় ভূমিকা রাখেন শেন উইলিয়ামস। তিনি শেষ পর্যন্ত ক্যারিয়ার সেরা ১২৯ রান করে অপরাজিত থাকেন। এ ছাড়া ব্যান্ডন টেইলর ৭৫ ও সিকান্দার রাজা ৪০ রান করে করেন।

বাংলাদেশের পক্ষে নাজমুল ইসলাম অপু ২ উইকেট নেন। আর আবু হায়দার রনি ও সাইফউদ্দিন ১টি করে উইকেট নেন।

সিরিজ জয় হয়ে গেছে। আজকের তৃতীয় ম্যাচটি তাই নিয়ম রক্ষার। তবে চট্টগ্রামের এই নিয়ম রক্ষার ম্যাচটিতেই বড় একটা লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে দুটদল। হ্যাঁ, স্বাগতিক বাংলাদেশ এবং সফরকারী জিম্বাবুয়ে, দু’দলেরই লক্ষ্য এক। বাংলাদেশের লক্ষ্য প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করা। জিম্বাবুয়ের লক্ষ্য এই লজ্জা এড়ানো।

মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে ২৮ রানে জয় পায় বাংলাদেশ। আর চট্টগ্রামে দ্বিতীয় ওয়ানডে জয় পায় ৭ উইকেটে।

এর আগে ৭১ ম্যাচে দু’দলের মুখোমুখি লড়াইয়ে বাংলাদেশ জিতেছে ৪৩টি, জিম্বাবুয়ের জয় ২৮টিতে।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ